কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৪ মাঘ, ১৯ জানুয়ারি -


সূর্যোদয় - সকাল ৬টা ২৬ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৫টা ১০ মিনিট


বারবেলাদি - ৯:৭ গতে ১১:৪৮ মধ্যে


কালরাত্রি - ৮:২৯ গতে ১০:২৮ মধ্যে


যাত্রা - শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ, দিবা ৭:১৪ গতে যাত্রা নেই


শুভকাজ- দীক্ষা


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ রাশি(aries): কাজের জায়গায় মন নিয়ন্ত্রণে রাখুন। পকেট বুঝে খরচ করা জরুরি। অতিরিক্ত খরচ করলে পরে টানাটানিতে পড়তে হতে পারে। ব্য়বসায়ীরা অর্থের জোগান নিয়ে একটু সমস্যায় পড়তে পারেন, তবে তা নিয়ে বেশি চিন্তা করবেন না। আর্থিক লেনদেন নিয়ে সব বিষয়ে সতর্ক থাকুন। প্রতারণা থেকে সাবধান, নয়তো অর্থক্ষতি হতে পারে। 


বৃষ রাশি(taurus): সফটঅয়্যার সংক্রান্ত কাজ করেন এমন ব্য়ক্তি নিজের কর্মপরিকল্পনা গোপন রাখবেন। ব্যবসায় সামান্য ক্ষতি হতে পারে, তা নিয়ে মন খারাপ করবেন না। দ্রুত ব্যবসার উন্নতি হবে। গ্রাহকদের চাহিদার দিকে নজর দিন। কঠোর পরিশ্রম করলে তবেই কাঙ্খিত ফল মিলতে পারে, তার সঙ্গেই ধৈর্য ধরতে হবে। কোনও ঋণ নিয়ে থাকলে পরিশোধ করা শুরু করতে পারেন। স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি দিন।


মিথুন রাশি(gemini): কর্মক্ষেত্রে লাভ ও উন্নতির সম্ভাবনা রয়েছে। মন খুশি থাকতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা মনে রাখুন, কোনওভাবেই নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। তাহলেই পরিবারে সমস্যা এড়ানো যাবে। যদি কঠোর পরিশ্রম করে থাকেন তাহলে ব্য়বসায় বিপুল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যতই ব্যস্ততা থাকুন সন্তান ও পরিবারকে সময় দিতে হবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।   


কর্কট রাশি(cancer): যদি কোনও বিশেষ প্রকল্প নিয়ে কাজ করে থাকেন, তাহলে সেদিকে পুরো মনোযোগ দিন। সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারলে আপনার মর্যাদা অনেকটাই বেড়ে যাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। যাঁরা পরিবহন ও প্রসাধনী সংক্রান্ত ব্যবসা করেন তাঁরা এদিন ভাল লাভ পেতে পারেন। ঘরবাড়ি সাফসুতরো রাখার চেষ্টা করুন। বাইরের খাবার এড়িয়ে চলুন।


সিংহ রাশি(leo): অফিসে বা কাজের জায়গায় যদি আপনাকে কোনও প্রেজেন্টেশন দিতে হয়, তাহলে আগে বেশ কয়েকবার অনুশীলন করুন। তাহলেই আপনার প্রেজেন্টেশন ভাল হবে। তেমন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা নিয়ে ভাল করে প্রচার চালান, তাহলেই আপনার ব্য়বসার উন্নতি হবে। সন্তানের আচরণ নিয়ে চিন্তিত বোধ করতে পারেন। যাঁরা অন্তঃসত্ত্বা তাঁরা নিজের দিকে খেয়াল রাখুনষ


কন্যা রাশি(virgo): অধস্তন কারও উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। কোনও বিষয়ে নিজের জ্ঞানের জন্য কারও কাছে অহঙ্কার করা উচিত নয়। ব্যবসায়ীরা তাঁদের লাভ, খরচের হিসেব ঠিকমতো রাখুন, তাহলেই ব্যবসা ভালভাবে চলতে পারে। জীবনসঙ্গীর প্রতি আস্থা বজায় রাখুন, অন্য কারও কথায় বিভ্রান্ত হয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ তৈরি করবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।


তুলা রাশি(libra): এদিন অফিসে অনেকটাই কাজের চাপ থাকবে। সহকর্মী ও অধস্তন কর্মীদের সাহায্যে নিজের কাজ ভালভাবে শেষ করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকায় পদোন্নতি হতে পারে। ব্য়বসায়ীরা এদিন কোনওরকম বিনিয়োগ এড়িয়ে চলুন। তবে মোটের উপর ব্যবসা ভাল যাবে। স্বাস্থ্যের দিকে সমস্যা হতে পারে, গাঁটে ব্যথা হতে পারে। এদিন কোনও শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। 


বৃশ্চিক রাশি(scorpio): এদিন চাকরি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন। যদি একান্তেই কোনও সিদ্ধান্ত নিতে হয় তাহলে উপদেষ্টাদের সঙ্গে কথা বলুন। কারণ গ্রহের অবস্থান অনুযায়ী আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তেমনটা হলে পরে পস্তাবেন। ব্য়বসায়ীদের জন্য দিনটি বিশেষ ভাল যাবে না। এখনই ব্যবসায় কোনও পরিবর্তন করবেন না। তরুণরা মনে নেতিবাচক চিন্তাকে জায়গা দেবেন না। পুরনো রোগগুলিকে হালকা ভাবে নেবেন না।


ধনু রাশি(sagittarius):অফিসে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক হতে পারে, তাই আচরণে একটু নম্রতা আনুন। যে কোনওরকমের তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। নয়তো খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে পারে যা আপনার চাকরিকে প্রভাবিত করতে পারে। ভাইবোনের কাছ থেকে সবরকম সহযোগিতা পাবেন। স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন।  


মকর রাশি(capricorn): অফিসে জরুরি কাজ সামলানোর বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। তাহলে অফিসে নিজের জায়গা ভাল থাকবে। কঠোর পরিশ্রম করলে ব্যবসায়ীরা অবশ্যই সফল হবেন। আর্থিক সুবিধাও মিলবে। তরুণদের অনেকের কাঁধে দায়িত্ব থাকতে পারে, ঠিকমতো সেগুলি মিটিয়ে নিন। ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যবহার ভাল রাখবেন যাতে যে কোনও ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকে। 


কুম্ভ রাশি(aquarius): কাজের জায়গায় ভাল সময় কাটবে। হঠাৎ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাহায্য় করতে হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার জন্য নানা যোগাযোগ করতে পারেন। এটি ভাল দিন হবে। এদিন নিয়ম মেনে চলুন, সামান্য নিয়ম ভাঙলেই আর্থিক জরিমানা ভোগ করতে হবে পারে। তরুণদের কেউ কেউ প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তা কাজেও আসতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ এড়িয়ে চলুন। 


মীন রাশি(pisces): কাজের জায়গায় এদিন কিছুটা মানসিক বোঝা বইতে হতে পারে। আগের জমে থাকা কাজ শেষ করতে বেগ পেতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। ব্য়বসায়ী হাজার সমস্যার সম্মুখীন হলেও ব্য়বসার অবনতি হতে দেবেন না, আপনার ব্য়বসা ভাল হবেই। বাড়িতে কোনও মেরামতের কাজ করাতে চাইলে এটা শুরু করার জন্য শুভ দিন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে।