কলকাতা: টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তারপরই চার হাত এক হয়েছে সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিকের (Darshana Banik)। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)? তাঁর সোশ্যাল মিডিয়ার শেষ পোস্ট দেখলে তেমনই মনে হবে আচমকা। তবে সে 'কাহানি মে ট্যুইস্ট' আছে। গোটা দেশ কার্যত দিন গুনছে রামমন্দির উদ্বোধনের। আলোর মালায় সেজে উঠেছে প্রায় গোটা অযোধ্যাই। আর সেই মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর সেখানেই, পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী (Hema Malini)-র। এদিন, ধ্রুপদী নাচের ছন্দে তিনি ফুটিয়ে তুললেন রাম-সীতার জীবনকাহিনীকে। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের বিনোদনের সারাদিন
আইনি জটে 'অ্যানিম্যাল'!
বক্স অফিসে ঝড় (Box Office Collection), সেই সঙ্গে ছবির বিষয় নিয়ে বিতর্ক, নানা কারণে ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া 'অ্যানিম্যাল' (Animal) থেকেছে চর্চায়। প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release) আসার কথা সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবির। কিন্তু সেখানেও 'ধাক্কা' খেল এই ছবি। আইনি জটে পড়ল এই ছবি।সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত, রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অভিনীত 'অ্যানিম্যাল' বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে। যদিও এই ছবির বিষয় নিয়ে দর্শকের একাংশ ক্ষোভ প্রকাশও করেছিল। ১ ডিসেম্বর, ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া এই ছবির ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছিল ২৬ জানুয়ারি, ২০২৪ সালে। কিন্তু সেখানে বাধ সাধল আইনি জটিলতা। ফলে আপাতত সেই পরিকল্পনা স্থগিত বলেই জানা যাচ্ছে। সিনে ১ স্টুডিওস, 'অ্যানিম্যাল' ছবির সহ-প্রযোজক, ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং স্যাটেলাইট সম্প্রচারে ছবির মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে৷ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এই প্রযোজনা সংস্থা। তাদের বক্তব্য এক পয়সাও দেওয়া হয়নি। অথচ অপর এক সহ-প্রযোজনা সংস্থা 'সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড'-এর দাবি অভিযোগকারীদের ২.৬ কোটি টাকা দিয়েছে যা আদালতে প্রকাশ করা হয়নি, খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। দিল্লি হাইকোর্টে পাওনা টাকা না দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে টি-সিরিজের বিরুদ্ধে, এবং ছবির ওটিটি মুক্তি স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
কনের সাজে মিমি, হাতে গিটার-মাইক
টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তারপরই চার হাত এক হয়েছে সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বণিকের (Darshana Banik)। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)? তাঁর সোশ্যাল মিডিয়ার শেষ পোস্ট দেখলে তেমনই মনে হবে আচমকা। তবে সে 'কাহানি মে ট্যুইস্ট' আছে। কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নানা ভিডিও পোস্ট করে যাচ্ছেন অভিনেত্রী। সব ভিডিওরই সারমর্ম, অভিনেত্রীর 'ভাল্লাগছে না' (Bhallagchena)। কিন্তু কেন? কী হয়েছে তাঁর? বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি কনের সাজে ছবি পোস্ট করেন অভিনেত্রী। লাল বেনারসী, গলায়-কানে হালকা গয়না, শাঁখা-পলা, মাথায় মুকুট। তাহলে কি এবার মাঘ মাসেই বিয়ে সেরে ফেলছেন তিনি? অন্যদিকে অভিনেত্রীর এক হাতে গিটার ও অন্য হাতে চোঙ মাইকও রয়েছে। আসলে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আসছে তাঁর নতুন মিউজিক ভিডিও (music video), যার নাম 'ভাল্লাগছে না'।
সোনুর কণ্ঠে মুক্তি পেল 'পারিয়া'র টাইটেল ট্র্যাক
প্রকাশ্যে এল 'পারিয়া' (Pariah) ছবির নতুন গান (Pariah Anthem)। রণজয় ভট্টাচার্যের (Ranajoy Bhattacharjee) সঙ্গীত পরিচালনায় তৈরি এটি ছবির টাইটেল ট্র্যাক। কণ্ঠ দিয়েছেন তারকা গায়ক সোনু নিগম (Sonu Nigam)। সোশ্যাল মিডিয়ায় এই গান প্রকাশ করা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক। রণজয় ভট্টাচার্য এই গান তৈরি করেছেন। মুম্বই গিয়ে এই গানের জন্য সোনু নিগমের কণ্ঠ তিনি রেকর্ড করে এনেছেন, সেই খবর দিয়েছিলেন আগেই। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবির টাইটেল ট্র্যাক কিছুদিন আগেই রেকর্ড করেছিলেন সোনু। বিক্রম চট্টোপাধ্যায়কে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই এই ছবির টিজার বা পোস্টার বেশ ভাল সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। এই গানে দেখা যাচ্ছে কোনও এক 'লড়াই'য়ের জন্য নিজেকে তৈরি করছেন বিক্রম। নানচাক, বক্সিং অভ্য়াস থেকে রাফ অ্যান্ড টাফ লুক, নজর কেড়েছেন তিনি। সেই সঙ্গে সোনুর দুর্দান্ত কণ্ঠ।
রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সীতার ভূমিকায় নজরকাড়া ৭৫-এর হেমা
গোটা দেশ কার্যত দিন গুনছে রামমন্দির উদ্বোধনের। আলোর মালায় সেজে উঠেছে প্রায় গোটা অযোধ্যাই। আর সেই মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই আয়োজন করা হয়েছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর সেখানেই, পারফর্ম করার কথা ছিল বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি হেমা মালিনী (Hema Malini)-র। এদিন, ধ্রুপদী নাচের ছন্দে তিনি ফুটিয়ে তুললেন রাম-সীতার জীবনকাহিনীকে। অভিনয়ের পাশাপাশি, হেমা একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও। ভরতনাট্যমের প্রশিক্ষণ রয়েছে তাঁর। রামায়ণের ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করেছেন হেমা। সীতার চরিত্রে দেখা গেল তাঁকে। অন্যদিকে রামের চরিত্রে দেখা গেল বিশাল নায়ক (Vishal Nayak)-কে। আজ এই তারকা সংসাদের পারফরম্যান্স ঘিরে জনগণের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। বলিনায়িকার অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়। পায়ে পায়ে ৭৫ বছর পার করেছেন হেমা। তবে তাঁর নাচ দেখে এদিন মনে হয়, বয়স নেহাৎ সংখ্যামাত্র। হেমা মালিনীর দফতরের তরফে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রী রাজনীতিক নিজের অনুরাগীদের ও দর্শনার্থীদের করজোড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেখানেই তিনি জানাচ্ছেন যে নিজের দলের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানে, যার জন্য দেশ বেশ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিল। চোখধাঁধানো অনুষ্ঠানের ৫ দিন আগেই ১৭ জানুয়ারি তিনি একটি নৃত্যনাট্য মঞ্চস্থ করবেন, জানান ভিডিওয়। সেই মতোই, ১৭ তারিখ নৃত্যনাট্য পরিবেশন করেন তিনি। সীতার ভূমিকায় নায়িকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।
পুরনো ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে '12th Fail'-এর মেধা
'টুয়েলভথ ফেল' (12th Fail)-এর হাত ধরে তিনি নাকি এখন জাতীয় ক্রাশ! সব প্রেমিকরাই চান, প্রেমিকা হোক তাঁর মতোই। কেবল সৌন্দর্য্যে নয়.. এমন জীবনসঙ্গী পেলে যেন বদলে যায় জীবনের অর্থই। তিনি মেধা শঙ্কর (Medha Shankr)। সোশ্যাল মিডিয়ায় এখন কার্যত ভাইরাল এই নায়িকা। তবে হঠাৎ ভাইরাল হয়েছে, মেধার পুরনো একটি ছবি। সেই দেখে রীতিমতো চটেছেন অনুরাগীরা! কিন্তু কেন? সোশ্যাল মিডিয়ায় মেধার যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে খোলামেলা পোশাক পরে একটি জানলার ধারে বসে রয়েছেন মেধা। সাদা-হলুদ ওভারসাইজড শার্ট পরেছেন তিনি, তার এক কাঁধ নেমেছে একেবারে হাতের ওপর। দেখা যাচ্ছে মেধার ছাইরঙা স্পোর্টস ব্রা। মাথার ওপর এলো করে বাঁধা চুল। মেধা তাকিয়ে রয়েছেন জানলা দিয়ে আসা রোদের দিকে। মেধার এই খোলামেলা ছবি মোটেই ভাল চোখে দেখেননি অনুরাগীরা। কমেন্টবক্স ভরে উঠেছে নেতিবাচক মন্তব্যে। এই ছবি অবশ্য সামপ্রতিক নয়, ইনস্টাগ্রাম বলছে এই ছবি ১১৬ সপ্তাহ আগের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে