কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৩ পৌষ, ২০ ডিসেম্বর -
সূর্যোদয় - সকাল ৬টা ১৮মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫২ মিনিট
কালবেলাদি - ৮:৫৬ গতে ১০:১৬ মধ্যে ও ১১:৩৫ গতে ১২:৫৪ মধ্যে
কালরাত্রি - ২:৫৬ গতে ৪:৩৭ মধ্যে
যাত্রা - নেই
শুভকাজ- দিবা ১:৪১ মধ্যে নামকরণ, গ্রহপুজো, শান্তিস্বস্ত্যয়ন
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
বছরের প্রথম দিনে গজকেশরী যোগ, কোন কোন রাশির জীবনে অর্থ বৃষ্টি?
নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এবার নতুন বছর শুরু হচ্ছে খুব শুভ সময়ে। বছরের প্রথম দিনেই গজকেশরী যোগ তৈরি হচ্ছে। ২৯ ডিসেম্বর, বৃহস্পতি সরাসরি মেষ রাশিতে চলে যাচ্ছে। ৩১ ডিসেম্বর, চাঁদ সিংহ রাশিতে আসছে। বছরের শুরুতে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সিংহ রাশিতে পড়বে যেখানে চাঁদের উপস্থিতির কারণে গজকেশরী যোগ তৈরি হবে।
গজকেশরী যোগ কি?
জন্মকুণ্ডলীতে এমন অনেক রাজযোগ গঠিত হয় যা মানুষের প্রচুর উপকার করে। গজকেশরী যোগ হল রাশিফলের সমস্ত ধন যোগের মধ্যে শক্তিশালী। এই যোগ বৃহস্পতি, সম্পদের কারক এবং চন্দ্র, মনের কারক দ্বারা গঠিত। এই যোগ গঠিত হলে ব্যক্তি এক গজের সমান ক্ষমতা ও সম্পদ লাভ করেন। এই ধরনের লোকেরা তাদের প্রজ্ঞা এবং অদম্য সাহসের জোরে প্রতিটি কাজ সম্পন্ন করে। আসুন জেনে নেওয়া যাক ২০২৪ সালে কোন রাশির জাতকরা গজকেশরী যোগের সুবিধা পেতে চলেছেন।
মেষ রাশির জাতক জাতিকারা গজকেশরী যোগ থেকে প্রচুর উপকার পেতে চলেছেন। এই রাশির জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত সব কাজ শেষ হবে। সমাজে এসব মানুষের সম্মান অনেক বেড়ে যাবে। এই রাশির জাতক জাতিকারা পদ ও প্রতিপত্তির সুবিধা পাবেন। অনেক সম্পদ পাবেন। এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। কিছু ভালো খবর পাবেন।
গজকেশরী যোগের মাধ্যমে কর্কট রাশির জাতকদের নতুন গাড়ি ও সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যোগ আপনাকে আপনার কর্মজীবনে একটি নতুন স্থান দেবে। গজকেশরী যোগ গঠনের সাথে সাথে কর্কট রাশির জাতকদের জন্য শুভ দিন শুরু হবে। ব্যবসায় অগ্রগতি পাবেন। আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আইনি বিবাদের সমাধান হতে পারে। গজকেশরী যোগের প্রভাবে এই রাশির জাতকরা প্রতিটি কাজে সাফল্য পাবেন।
গজকেশরী যোগ দিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে। আপনার স্ত্রীর সাথে আপনার চলমান সমস্ত মতভেদ দূর হয়ে যাবে। আপনার ধনী হওয়ার সুযোগও থাকবে। বৃহস্পতির প্রভাবে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। এই শুভ যোগের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের সকল ইচ্ছা পূরণ হবে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠবে। সিংহ রাশির জাতকরা তাদের কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন।