এবেখা: পুঁজি ছিল মাত্র ২১১ রানের। তা নিয়ে ওয়ান ডে ম্যাচ জেতা কঠিন হলেও, অন্তত লড়াইটা হবে বলে আশা করেছিলেন সমর্থকরা। তবে কোথায় কী! এবেখায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs SA 2nd ODI) ভারতকে আট উইকেটে হেলায় হারাল দক্ষিণ আফ্রিকা। অপরাজিত শতরান করলেন টনি ডি জর্জ়ি (Tony de Zorzi)।
ছোট্ট রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই প্রোটিয়া ওপেনার ডি জর্জ়ি এবং রিজা হেন্ডরিক্স মন্থর গতিতে দেখেশুনে ইনিংসের শুরুটা করেন। ভারতীয় ফাস্ট বোলাররা শুরুটা মন্দ করেননি। তবে ফিল্ডাররা ক্যাচ ফেলেন। প্রথম ১০ ওভারে প্রোটিয়া দল মাত্র ৩৯ রান বোর্ডে তোলে। তবে কোনও উইকেট হারায়নি তাঁরা। ৫৫ বলে অর্ধশতরানের গণ্ডি পার করেন ডি জর্জ়ি। সেট হয়ে যাওয়ার পর দুই ওপেনারই রানের গতি বাড়ান। ২১তম ওভারে বিনা উইকেটে শতরানের গণ্ডিও পার করে ফেলে প্রোটিয়া শিবির।
৭১ বলে দেখেশুনে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অবশেষে হেন্ডরিক্সকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অর্শদীপ সিংহ। তবে দক্ষিণ আফ্রিকা ততক্ষণে বোর্ডে ১৩০ রান তুলে ফেলেছে। এরপর রাসি ভ্যান দার দাসেনও ডি জর্জ়িকে যোগ্য সঙ্গ দেন। ৩৬ রানে রাসিকে ফিরিয়ে রিঙ্কু যখন নিজের অভিষেক ম্যাচে উইকেট নেন, ততক্ষণে প্রোটিয়াদের জয় নিশ্চিত। ১০৯ বলে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান হাঁকান ডি জর্জ়ি। তিনি ১১৯ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন।
দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে সমতায় ফিরল। বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর তাই পার্লে শেষ ওয়ান ডে ম্যাচেই নির্ধারিত হবে এই সিরিজ়ের ভাগ্য। অধিনায়ক কেএল রাহুল গত দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান ডে সিরিজ় হেরেছিলেন। তিনি এবার দলের ভাগ্য বদলাতে পারেন কি না, সেইদিকে আগামী ম্যাচে সকলেরই কিন্তু নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কাকে কিনতে গিয়ে কাকে কিনলেন! বেনজির কাণ্ডে সমালোচিত প্রীতির পাঞ্জাব