কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৭ পৌষ, ১৩ জানুয়ারি -
সূর্যোদয় - সকাল ৬টা ২৫ মিনিট
সূর্যাস্ত - সন্ধে ৫টা ৭ মিনিট
কালবেলাদি - ৭:৪৫ মধ্যে ও ১:৬ গতে ২:২৬ মধ্যে ও ৩:৪৬ গতে ৫:৭ মধ্যে
কালরাত্রি - ৬:৪৬ মধ্যে ও ৪:৪৫ গতে ৬:২৫ মধ্যে
যাত্রা - নেই, দিবা ২:২৬ গতে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ, শেষরাত্রি ৪:৪৫ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ ((Aries Horoscope): আগামীকাল কিছুটা ঝক্কির কাটতে পারে। পেশাদাররা কোনও গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। অল্পবয়সীদের ক্ষেত্রে দিনটি ভালো কাটার সম্ভাবনা রয়েছে, তবে কাজের ক্ষেত্রে যেন কোনও ত্রুটি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। পরিবারের বয়স্ক সদস্যদের সম্মান করুন। পরিবারের ছোটরাও তাঁদের আশীর্বাদ পাবেন, জীবনে উপযুক্ত সাফল্য আসবে।
বৃষ ((Taurus Horoscope)--দিনটা ভাল কাটবে। পেশাদারদের কর্মক্ষেত্রে 'মাল্টিটাস্কিং'করতে হতে পারে। তবে এই পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ব্যস্ততার সময়। ভবিষ্যতে এর লাভও হবে। নতুন বন্ধু পাবেন, তবে অসং-সঙ্গ থেকে দূরে থাকুন। দিনভর 'ডিহাইড্রেশন'-র সমস্যায় ভুগতে পারেন।
মিথুন (Gemini Horoscope)--সঙ্গীর সঙ্গে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। আপনার কোনও কাজে আসতে পারে। মোটের উপর দিনটি আনন্দে কাটবে। পেশাদারদের জন্য কর্মক্ষেত্রে চাপের সম্ভাবনা রয়েছে।
কর্কট (Cancer Horoscope) --জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। দিনটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রবল চাপ থাকলেও পরে এর সুফল পাবেন। যাঁরা টেলিকমিউনিকেশন সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের দুরন্ত ভাল সময় হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
সিংহ (Leo Horoscope)-- শরীর ভাল থাকবে। চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। এই রাশির তরুণ জাতক-জাতিকারা দিনটি একটু সতর্ক হয়ে কাটালে ভাল। বাড়ির নিয়মকানুন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। নিয়ম ভাঙার জন্য বড়দের বকুনি খেতে হতে পারে।
কন্যা (Virgo Horoscope)-- সরকারি চাকরির চেষ্টায় সফল হতে পারেন। জয়েনিং লেটার হাতে আসতে পারে, দুর্দান্ত বেতনের সুযোগ রয়েছে। যাঁরা 'ব্যুটিক' এবং 'কসমেটিকস'-র ব্যবসা করছেন, তাঁদের ভাল সময়।
তুলা (Libra Horoscope)-- আর্থারাইটিস থাকলে সমস্যা বাড়তে পারে। অফিসে অনেককে পাশে পেতে পারেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন, সকলের সঙ্গে সদ্ভাব রাখা জরুরি। তবেই ব্যবসায় মুনাফা করতে পারবেন।
বৃশ্চিক (Scorpio Horoscope)--জরুরি পারিবারিক জমায়েতে যোগ দিতে পারেন। কাজকে অগ্রাধিকার দিন, তবেই সাফল্য আসবে। ফলাফলের পরোয়া না করে নিজের কাজ করে যান, ফল মিলবে।
ধনু (Sagittarius Horoscope)--সহকর্মীরা কাজে ভুল ধরার চেষ্টা করতে পারে। কাজেই বাড়তি সতর্কতা নিয়ে কাজ করা জরুরি। যাঁরা ব্যবসা করেন, তাঁদের এটা জেনে রাখা দরকার যে অভিজ্ঞতা না থাকলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকে। কমবয়সিদের জন্য লক্ষ্যজয়ের এটিই সেরা সময়। লেখাপড়া করার আদর্শ সময় এটি।
মকর (Capricorn Horoscope)--বেতনবৃদ্ধি ও পদোন্নতির যোগ রয়েছে। যাঁরা বিদেশি সংস্থায় কাজ করেন, তাঁদের বড় রকম মুনাফার সম্ভাবনা রয়েছে। পরিবারে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসতে পারে।
কুম্ভ (Aquarius Horoscope)--পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসবে, ফলে বেশি চিন্তা করবেন না। এই রাশির তরুণ জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। ফলে খুব কঠিন কাজও তুমুল পরিশ্রম করে উতরে দিতে পারবেন।
মীন (Pisces Horoscope)-- দিনটি একটু ঝামেলার মধ্যে কাটতে পারে, তবে ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না। মা-বাবার স্বাস্থ্য বিগরোতে পারে, সে নিয়ে সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্যের জন্য প্রাণায়াম এবং যোগাভ্যাস করুন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।