কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৬ পৌষ, ১ জানুয়ারি-


সূর্যোদয়- সকাল ৬টা ২৩ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৪টে ৫৯ মিনিট


বারবেলাদি- ১০:২১, ১:০০


কালরাত্রি- ১:২১, ৩:২


যাত্রা- শুভ, পশ্চিমে ও দক্ষিণে নিষেধ


শুভকাজ- অন্নপ্রাশন, গ্রহপুজো, বীজবপণ (তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে দেখে নিন আজকের রাশিফল-



  • মেষ রাশি- আজ একটু অলস লাগতে পারে। প্রত্যাশা অনেক বেশি থাকতে পারে। কিন্তু, অধৈর্য্য হওয়ার কারণে তা পূরণ হবে না। বন্ধুদের সহোযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে।

  • বৃষ রাশি- অতীতের বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। সহজ কাজের পর ভাল ফল পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দম্পতিরা সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন। সহজেই সাফল্য পাবেন।

  • মিথুন রাশি- আজ খুশি থাকবেন। সময় আপনার অনুকূলে থাকবে। ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যা আপনাকে অদূর ভবিষ্যতে উপকৃত করবে। পুরস্কৃত হতে পারেন ।

  • কর্কট রাশি- ব্যবসায় সুবর্ণ সুযোগ। সাফল্য আসবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। তবে কাজের চাপ বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে, শুধু জেদ করা ছেড়ে দিন।

  • সিংহ রাশি- আজ অখুশি থাকবেন। দিনটিতে অলস বোধ করতে পারেন। যা আপনার কাজে প্রভাব ফেলবে। পারিবারিক ও পেশাগত জীবনে সম্মান বাড়বে। প্রেম ভেঙে যেতে পারে। চাকরিপ্রার্থীরাও হতাশ হতে পারেন।

  • কন্যা রাশি- আজ দিনটি ইতিবাচক। সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। পার্টনারশিপে কোনও ব্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন। দূরে ভ্রমণের যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে বিশ্বাস আরও মজবুত হবে। 

  • তুলা রাশি- অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে। একাধিক বন্ধু উপকারে আসবে। একটু সাবধানে চলাফেরা করা প্রযোজন। আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।

  • বৃশ্চিক রাশি- যে কোনও কাজেই উন্নতির সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। বিবাহের পর আর্থিক উন্নতি বাড়বে। নিজের কথায় শত্রু বাড়বে।

  • ধনু রাশি- আজ অসন্তুষ্ট থাকবেন। দায়িত্ব নিতে পারবেন না। বিনিয়োগে ক্ষতি হতে পারে। যে কোনও নথিতে সই করার আগে যত্ন সহকারে পড়ুন। বাড়ির বড়দের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। বাড়ি পুনর্নির্মাণের পরিকল্পনা করতে পারেন। 

  • মকর রাশি- অবিবাহিতদের প্রবল বিবাহের সম্ভাবনা। বিবাহের পর ধনসম্পদ লাভ হবে। স্ত্রীর শরীর ভাল যাবে না। সতর্ক থাকতে হবে আপনাকে।

  • কুম্ভ রাশি- আজ পরিবারকে নিয়ে ব্যস্ত থাকবেন। আয়ের কোনও নতুন উৎস খুঁজে পেতে পারেন। যা আপনার অর্থনীতিকে চাঙা করবে। অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচ করা থেকে বিরত থাকতে পারবেন।

  • মীন রাশি-  আজ দিনটি স্বাস্থ্যকর। জীবনের সব ক্ষেত্রে ভাল পারফর্ম করতে পারেন। আজ আপনার মনোযোগ ভাল থাকতে পারে। ব্যবসায় কিছু ভাল সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। 


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।