কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১৪ ভাদ্র, ১ সেপ্টেম্বর -
সূর্যোদয়- সকাল ৫টা ২২ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ৫৪ মিনিট
বারবেলাদি- ৮:৩০ গতে ১১:৩৮ মধ্যে
কালরাত্রি- ৮:৪৬ গতে ১০:১২ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ রাশি- ব্যবসায় অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। নিজের ব্যক্তিগত কাজ নিজে সামলানোর চেষ্টা করুন। অন্যের কাছ থেকে সাহায্য আশা করা ঠিক নয়। অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা উন্নতি হবে। দীর্ঘস্থায়ী অর্থ সংক্রান্ত যে কোনও উদ্বেগও দূর হবে।
বৃষ রাশি- ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা থাকবে। চাকরিতে সুসম্পর্ক থাকবে। অন্য লোকেদের মতামতের প্রতি মনোযোগ দিন, তবে আপনি যা সঠিক বলে মনে করেন তা কেবলমাত্র কাজ করুন। মনে রাখবেন মানুষের নেতিবাচক চিন্তা যেন আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে।আজ তাড়াহুড়ো করবেন না।
মিথুন রাশি- যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সমাধান খোঁজার চেষ্টা করুন । ছোটখাটো বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদেরও সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় জিনিস উপেক্ষা করা ভাল হবে। পাইকারির পাশাপাশি খুচরা সংক্রান্ত কাজেও মনোযোগ দিন। কর্মীদের পরামর্শের প্রতিও মনোযোগ দিতে ভুলবেন না
কর্কট রাশি- সম্পত্তি সংক্রান্ত বিরোধ কারো মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যের বিষয়ে হস্তক্ষেপ আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে। চাকরিতে অতিরিক্ত কাজের চাপ আপনার ওপর পড়তে পারে।
সিংহ রাশি- আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময়। টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনো সমাধান পাওয়ার আশা নেই। অংশীদারি ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হবে। খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে।
কন্যা রাশি- কাজের জায়গায় পরিবর্তনের কারণে আপনি নতুন দায়িত্ব পাবেন। ব্যক্তিগত কোনো সমস্যাও মিটে যাবে। যেকোন বিশেষ কাজ করার সময় এর সব দিক বিবেচনা করা জরুরি। পরিবারে সুখ-শান্তি থাকবে
তুলা রাশি- আপনার পছন্দের কাজে কিছু সময় ব্যয় করুন। আপনি দীর্ঘদিন ধরে যে লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন, আজ অনুকূল ফলাফল পেতে পারেন। বাড়িতে সুখ, শান্তি ও আনন্দের পরিবেশ থাকবে।
বৃশ্চিক রাশি- ব্যবসায়িক কাজের জন্য সময় খুব একটা অনুকূল নয়। চাকরিতে সহকর্মীর সাহায্যে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন। যে কোনও চাপের পরিস্থিতিতে ধৈর্যশীল হওয়া আপনার মনোবল বজায় রাখবে।
ধনু রাশি- নিজেকে অপ্রয়োজনীয় বিতর্ক এবং নেতিবাচক পরিস্থিতি থেকে দূরে রাখুন। ব্যবসায়িক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। একটু অসাবধানতা বা ভুল হলে বড় পরিণাম বয়ে আনতে হতে পারে।
মকর রাশি- কাজের মান উন্নত করা প্রয়োজন। যদি অংশীদারিত্বের পরিকল্পনা থাকে তবে অবিলম্বে সিদ্ধান্ত নিন। জ্বর-কাশি, সর্দি-কাশির মতো সমস্যা বাড়তে পারে। মানসিক বিভ্রান্তি থাকবে ।
কুম্ভ রাশি- যারা চাকরি করার চেষ্টা করছেন তারা কিছু সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করবেন না। থাইরয়েড সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আজ কোনও অমীমাংসিত কাজ শেষ হওয়ার আশা আছে।
মীন রাশি- আপনার অসমাপ্ত কাজগুলি সম্পূর্ণ করার দিকে আরও মনোযোগ দিন। দুপুরের পর পরিস্থিতি কিছুটা প্রতিকূল হতে পারে। অযথা অন্যের সমস্যায় জড়াবেন না, হস্তক্ষেপ করবেন না। চাপের পরিস্থিতি আপনার কাজের ক্ষমতাকেও প্রভাবিত করবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)