কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৬ চৈত্র, ১০ এপ্রিল -
সূর্যোদয়- সকাল ৫টা ২৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৫২ মিনিট
কালবেলাদি- ৭:০, গতে ৮: ৩৩ মধ্যে ও ২:৪৫ গতে ৪:১৯ মধ্যে
কালরাত্রি- ১০:১২, গতে ১১:৩৯ মধ্যে
যাত্রা- নেই, ৭:৫৭ গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ, ২:৫৪ গতে দক্ষিণেও নিষেধ
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ: পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এখনই জমি বা বাড়িতে বিনিয়োগ করবেন না, ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারের ঋণ মেটানোর সুযোগ রয়েছে। এদিন ঋণ মিটিয়ে দিতে পারেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য নতুন কৌশল শিখুন।
বৃষ: ব্যস্ততার মধ্যেও সময় বের করুন। প্রয়োজনে অফিস থেকে তাড়াতাড়ি বেরোন। একাধিক উৎস থেকে আয় আসতে পারে। বন্ধুদের সহায়তা পাবেন। সঙ্গীর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে ফেলুন।
মিথুন: আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। সময়ের তুলনায় আগেই কাজ শেষ করতে পারবেন। ধার নিয়ে থাকলে ঋণ শোধ করার চেষ্টা করুন। তা না করতে পারলে আপনার উপর আর্থিক চাপ কমবে। সন্তানের জন্য গর্ব অনুভব করবেন। জীবনে নতুন কেউ আসতে পারবে।
কর্কট: আজ কোনওভাবে সমস্যা হতে পারে। মনসংযোগ বিঘ্নিত হতে পারে। খরচে লাগাম রাখুন। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্যের কারণে মনোকষ্ট হতে পারে। যা বদল করা যাবে না, তা নিয়ে চিন্তা করবেন না।
সিংহ: মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। কারও সাহায্যে কর্মক্ষেত্রে নানা সুবিধা পাবেন। পুরনো কোনও স্মৃতির কারণে মন ভাল হয়ে যাবে। কাছের কেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারেন।
কন্যা: শরীরচর্চার অভ্যাস শুরু করুন। সুস্থ থাকতে ধ্যান করবেন। এদিনটি আর্থিক টানাপড়েন থাকতে পারে। মেপে খরচ করবেন। নতুন কোনও বাসস্থানে যেতে পারেন। এদিন সঙ্গীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন।
তুলা: শিল্প-সংস্কৃতি জগতের ব্যক্তিদের নতুন সুযোগ আসতে পারে। কোথাও ঘুরতে যেতে পারেন। তার জন্য় নতুন সুযোগও আসতে পারে। ঘরোয়া পরিবেশের কারণে মন ভাল থাকবে। পুরনো কোনও পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে।
বৃশ্চিক: সুস্থ থাকতে বিশ্রাম নিন। মানসিক ভাবে টানাপড়েনের মধ্যে থাকতে পারেন। কারও থেকে টাকা পাওয়ার থাকলে এদিন তা ফেরত পেতে পারেন। কারও সাহায্যের জন্য কারও পাশে দাঁড়াতে পারেন। কোনও ব্যক্তির থেকে ভাল পরামর্শ পেতে পারেন।
ধনু: স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বের হওয়ার আগে বড়দের আশীর্বাদ চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করলে স্বস্তি পাবেন। অহংকার রাখবেন না, তা আপদতে আপনার ক্ষতি করবে।
মকর: আপনার অকপট এবং সাহসী মতামত আপনার বন্ধুকে আঘাত করতে পারে। সচেতন থাকুন। খরচ বাড়তে পারে, সেদিকে খেয়াল রাখুন। পরিচিতদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। আপনার প্রেমিক বা প্রেমিকা তাঁদের পারিবারিক পরিস্থিতির কারণে সমস্যায় পড়তে পারে।
কুম্ভ: আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং নিজে ভাল সময় উপভোগ করতে পারেন। অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। দীর্ঘমেয়াদে উপকার হতে পারে। আপনার বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার পারিবারিক জীবনে সুসময় আনতে পারেন। আপনার হাসি অনেকের মন জয় করতে পারে।
মীন: আপনার আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি আপনার আশা ও আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথ প্রশস্ত করতে পারে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। আপনি আজ আপনার সঙ্গীর আবেগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া এবং সেগুলিতে মনোনিবেশ করতে পারেন।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।