কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২৪ আষাঢ়, ১০ জুলাই -


সূর্যোদয়- সকাল ৫টা ২ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২৩ মিনিট


কালবেলাদি- ৬:৪২, গতে ৮:২৩ মধ্যে ও ৩:৩৩ গতে ৪:৪৩ মধ্যে


কালরাত্রি- ১০:২৩, গতে ১১:৪৩ মধ্যে 


যাত্রা- শুভ পূর্বে নিষেধ, রাত্রি ৭:৪৮ গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ, রাত্রি ১১:২৪ গতে যাত্রা নেই, রাত্রি ১২:৭ গতে পুনঃ যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ


শুভকাজ- গাত্রহরিদ্রা, নামকরণ, দীক্ষা, ক্রয়বাণিজ্য


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে এ সপ্তাহের রাশিফল


মেষ- মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি ভাল। কথাবার্তা সংযত রাখুন। সবাইকে সঙ্গে নিয়ে চলুন, সমস্যা কম আসবে। আপনি যদি ব্যবসা করেন তবে সাবধান হন, ক্ষতির সম্ভাবনা খুব বেশি। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন এবং বৃষ্টি এড়ান।


বৃষ- বৃষ রাশির জাতকদের এই সপ্তাহে টাকা-পয়সার ব্যবস্থা করতে হবে। চাকরিজীবীরা কাজের চাপে খুব বিরক্ত হবেন। এই সপ্তাহে ভ্রমণে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভাল থাকবে। বৃষ্টি এবং আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাবার যতটা সম্ভব কম খান।


মিথুন- এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই ভাল হতে চলেছে। এই সপ্তাহে আপনার কোনও বড় ইচ্ছা পূরণ হবে। যে কারণে সেখানে আনন্দের পরিবেশ থাকবে। কর্মস্থলে টিমের সাহায্য পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।


কর্কট- এই সপ্তাহে আপনি সাফল্য পাবেন। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই লাভবান হতে পারেন। প্রোমোশন পেতে পারেন। ধনলাভের সম্ভাবনাও রয়েছে। বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর একে অপরের সঙ্গে সুখের সময় কাটবে।


সিংহ- এই সপ্তাহে আপনি সারপ্রাইজ পেতে পারেন। এই সপ্তাহে আপনার যে কোনও ইচ্ছা পূরণ হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিন। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভাল থাকবে, ঘনিষ্ঠতা বাড়বে। সন্তানের সাফল্য।


কন্যা- এই সপ্তাহে আপনার ওঠা-নামা লেগে থাকবে। কর্মস্থলে কাজের চাপের জন্য মন বসবে না। যদি ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন, তাহলে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন এই সপ্তাহে। নিজের কথাবার্তায় সংযম রাখুন। বিবাহিতদের সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে।


তুলা - তুলা রাশির জাতক জাতিকারা লাভের তাড়নায় বড় ক্ষতির মুখে পড়তে পারেন। কারও মতামত না নিয়ে ব্যবসা বা কর্মজীবনে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনি এই সপ্তাহে ভ্রমণে যেতে পারেন। ভ্রমণের সময় স্বাস্থ্য এবং জিনিসপত্রের প্রতি মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবন ভাল কাটবে।


বৃশ্চিক- এই রাশির জাতকদের জন্য সপ্তাহটি ভাল হতে চলেছে। কারও সাহায্যে কোনও বড় বিষয়ের সমাধান করতে সক্ষম হবেন। কর্মস্থলে টিমকে সঙ্গে নিয়ে চলুন। প্রেমিক বা প্রেমিকার একে অপরের ব্যক্তিগত জীবনে প্রবেশ না করাই ভাল। অন্যথা সম্পর্ক খারাপ হতে পারে। বিবাহিত জীবন ভাল কাটবে।


ধনু- এই রাশির জাতকদের কাছে সপ্তাহটি সৌভাগ্যের। আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই সপ্তাহে আপনাকে অনেক ছোটাছুটি করতে হবে। নতুন লোকজনের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। যা আপনার কাজে আসবে। মরসুমি রোগে আক্রান্ত হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য।


মকর- এই সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বসের কাছে তিরস্কৃত হতে পারেন। অফিসের টেনশন বাড়িতে আনবেন না। খাবার ও পানীয়ের যত্ন নিন। ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নিন। প্রেমজীবন ভাল থাকবে। একে অপরের সমর্থন পাবেন।


কুম্ভ- এই সপ্তাহটা আপনাদের জন্য ভাল। কাজের সঙ্গে সম্পর্কিত ভাল খবর মিলতে পারে। এবার শেয়ার মার্কেটে টাকা ঢালতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় একে অপরকে বুঝে কাজ করুন। 


মীন- এই সপ্তাহে আপনার কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করুন। কোনও শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। এই সপ্তাহে কাজের বোঝা থেকে মুক্তি পাবেন। সঙ্গীর অনুভূতির যত্ন নিন। পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা করা যেতে পারে।