কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২৯ চৈত্র, ১৩ এপ্রিল -


সূর্যোদয়- সকাল ৫টা ২৪ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৫৩ মিনিট


কালবেলাদি- ২:৪৬, গতে ৫:৫৩ মধ্যে


কালরাত্রি- ১১:৩৮, গতে ১:৫ মধ্যে 


যাত্রা- মধ্যম দক্ষিণে নিষেধ, গতে যাত্রা নেই, গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ


শুভকাজ- দেবতাগঠন, ক্রয়বাণিজ্য, কারখানারম্ভ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ: আজ কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। নেতিবাচক ব্যক্তিদের থেকে দূরে থাকুন। জীবন উপভোগ করতে শিখুন। আর্থিক ক্ষতি হতে পারে আজ। কোনও নথি সই করার আগে বা লেনদেন করার আগে সতর্ক থাকুন। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে আলাপ হতে পারে।


বৃষ: উৎপাদনশীলতা এবং সৃজনশীল কাজে মনোযোগ দিন। যে সুযোগ আসবে সেটাই গ্রহণ করুন। আপনার ব্যবহারের জন্য়ই লোকের কাছে প্রিয়পাত্র হবেন আপনি। আলোচনার কেন্দ্রবিন্দু হবেন। আর্থিকভাবে শক্তিশালী হবেন আপনি। কাউকে অপমানজনক কথা বলবেন না। ঘনিষ্ঠ কারও সঙ্গে তর্ক হতে পারে।


মিথুন:  কাছের কারও সম্পর্কে ভাল কথা বলবেন আপনি। কোনও কিছু উদযাপন করতে পারেন। কারও উপর জোর দেবেন না। কারও পছন্দমতো কাজ করতে পারেন। টাকার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার ব্যবহারে সঙ্গীর খারাপ লাগতে পারে।  


কর্কট: পরিবারের সঙ্গে সময় কাটান। পরিবারের কারও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য টাকাপয়সার টানাপড়েন হতে পারে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। কারও সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন পরিকল্পনার সন্ধান। 


সিংহ: অন্তঃসত্ত্বারা নিজের খেয়াল রাখুন। হাঁটাচলার সময় সাবধান থাকুন। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। বাবা-মায়ের পরামর্শে সমস্যা থেকে উদ্ধার। এদিন প্রেমের সম্পর্কে নতুন মোড়। কোথাও ঘুরতে গেলে সব নথি সঙ্গে রাখুন।


কন্যা: নেতিবাচক ধারনা বাদ দিয়ে বাঁচুন। তাহলে মানসিক ভাবে ভাল থাকবেন। সামাজিক কোনও কাজে যোগ দিতে পারেন মন ভাল রাখার জন্য়। ব্যক্তিগত সম্পর্কে নাক গলাতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিরা। নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। 


তুলা: এদিন বাড়িতে হঠাৎ অতিথি আসতে পারেন। ঘরের কোনও প্রয়োজনীয় জিনিস এদিন কিনতে পারেন। ব্যবসায়ীদের কাজের কারণে ভ্রমণের যোগ রয়েছে। কাজের জায়গায় গসিপ এড়ান।  


বৃশ্চিক: ইতিবাচক মনোভাব বজায় রাখুন। এদিন কোনও গুরত্বপূর্ণ কাজ অর্থের টানাটানির জন্য থমকে যেতে পারে। নিজের জন্য সময় বের করুন। কোনও সন্দেহ থেকে ভাল সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। পরিবারের সমর্থনের জন্যই কাজের জায়গায় ভাল করে কাজ করতে পারছেন, এটা এদিন বুঝতে পারবেন। 


ধনু: কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখুন। তাহলেই সমস্যার সমাধান করতে পারবেন। হঠাৎ কোনও প্রতিক্রিয়া জানাবেন না। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ মিলবে। ঘনিষ্ঠ কারও মেজাজ বিগড়ে থাকতে পারে। কাজের জায়গায় নতুন করে দায়িত্ব আসতে পারে।


মকর: আশা রাখুন মনে। টাকাকে গুরুত্ব দিতে গিয়ে পরিবার বা বন্ধুবান্ধবদের দূরে সরিয়ে দেবেন না। কোনও আত্মীয়ের কাছ থেকে ভাল খবর মিলতে পারে। নতুন কোনও কাজ শিখতে পারেন, কর্মক্ষেত্রে সুবিধা হবে। 


কুম্ভ: এদিন ভাল কাটবে। নতুন কোনও গয়না কিনতে পারেন। কাছের বন্ধুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পারেন। আপনার সঙ্গী আপনাকে নিয়ে চিন্তায় থাকতে পারবেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। দাম্পত্যজীবনে টানাপড়েন। 


মীন: মনে সন্দেহ রাখবেন না। তাহলে মানসিক অশান্তির সৃষ্টি হবে। নতুন কোনও বিনিয়োগের খোঁজ পেতে পারেন। যদিও ভাল করে খোঁজখবর নিয়ে তারপরেই বিনিয়োগ করবেন। সন্তানের দিকে নজর দেওয়ার প্রয়োজন পড়বে। কাজের প্রশংসা করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।


ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।