কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৫ আশ্বিন, ১৩ অক্টোবর -
সূর্যোদয়- সকাল ৫টা ৩৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ১২ মিনিট
বারবেলাদি- ৮:৩০ গতে ১১:২৪ মধ্যে
কালরাত্রি- ৮:১৮ গতে ৯:৫১ মধ্যে
যাত্রা - শুভ উত্তরে ও পশ্চিমে নিষেধ, সন্ধে ৫:৫১ গতে দক্ষিণেও নিষেধ, রাত্রি ৯:২৭ গতে যাত্রা নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে এ সপ্তাহের রাশিফল-
মেষ- সুযোগের দরজা খুলবে। নতুন আঙ্গিকে পতচলা শুরু করার দিকে মন দিন। আবেগপ্রবণ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কাজ ও ব্যক্তিগত জীবন, দুই ক্ষেত্রেই অপ্রত্যাশিতের প্রত্যাশা রাখুন।
বৃষ- ভারসাম্য বজায় রাখুন। খেয়ার রাখুন নিজের বক্তব্য ও কাজকর্মের দিকে। অনেকেই হয়তো নির্ভর করে রয়েছে আপনার উপরে।
মিথুন- খোলা রাখুন মনের দরজা। প্রচণ্ড মানসিক টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। মাথা ঠাণ্ডা রাখুন। যে কোনও পরিস্থিতি সামলানোর ক্ষমতা রয়েছে আপনার।
কর্কট- ব্যবসায় আয় বাড়তে পারে। সুযোগ ও কাজের যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে নিজেকে আরও বেশি করে নিয়োজিত করুন। লাভ পাবেন ভবিষ্যতের জন্য।
সিংহ- পরিবারের সঙ্গে সময় কাটান। পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা-কথার যোগ। খেয়াল রাখুন স্বাস্থ্যের। খানিক ব্যায়াম শরীরের উপকারে আসতে পারে।
কন্যা- কাজের চাপে কাটবে দিন। পারিবারিক ও পেশাগত জীবনে টানা কাজের চাপ আপনাকে মানসিক-শারীরিকভাবে ব্যস্ত রাখতে পারে।
তুলা- আর্থিক লাভের যোগ। শুভ দিন। দীর্ঘদিন ধরে কোনও কাজ করবেন ভেবেও টালবাহানা যদি করেন, তাহলে এটাই সময় সেটা সেরে ফেলার।
বৃশ্চিক- ভুল থেকে শিক্ষা নিন। আইনের মারপ্যাঁচে পড়তে হতে পারে। খেয়াল রাখুন মানসিক স্বাস্থ্যের। খানিক মেডিটেশন করতে পারেন।
ধনু- ভাল দিন কাটবে। আপনার চারদিকে পরিস্থিতি দ্রুত বদলাবে। সজাগ ও সতর্ক থেকে নিজের চেষ্টা চালিয়ে যান। সুফল এল বলে।
মকর- কর্মক্ষেত্রে শুভ যোগ। দীর্ঘদিন থেকে আটকে থাকা পাওনা মিটে যেতে পারে। শুভ আর্থিক যোগ রয়েছে।
কুম্ভ- নতুনভাবে শুরু করুন। একাধিক ইতিবাচক চিন্তাভাবনা আসার সেরা সময়। নিজেকে সময় দিন। কোন কোন জায়গায় খামতি রয়েছে খুঁটিয়ে দেখুন।
মীন- মন খুলে কথা বলুন। বন্ধুত্ব হোক বা কাজের জায়গা, অনেক বিষয় ভরসাযোগ্য জায়গায় কথা বললে মিলতে পারে সমাধানসূত্র। মনের সঙ্গে যত্ন নিন শরীরেরও।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।