NTPC Recruitment 2023: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Natioal Thermal Power Corporation Limited) অর্থাৎ এনটিপিসি (NTPC) - তে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনি পদে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। এর জন্য যেতে হবে এনটিপিসি- র অফিশিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in- এখানে। মোট ৪৯৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। GATE 2023- এই পরীক্ষার নম্বর অনুসারে প্রার্থীদের বেছে নেওয়া হবে। গত ৬ অক্টোবর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। 


একনজরে দেখে নেওয়া যাক কোথায় কত শূন্যপদ রয়েছে


  • ইলেকট্রিকাল- ১২০

  • মেকানিকাল- ২০০

  • ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন- ৮০

  • সিভিল- ৩০

  • মাইনিং- ৬৫ 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন


ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি/AMIE- এই বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। ৬৫শতাংশের কম নম্বর পাওয়া চলবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে। এছাড়াও GATE 2023 পরীক্ষায় বসতে হবে প্রার্থীদের। আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে (২০ অক্টোবর অনুসারে- অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষদিন)। 


যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া


আবেদনকারীদের GATE 2023 পরীক্ষায় বসে উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় আবেদনকারীদের পারফরম্যান্স অনুসারে তাদের প্রাথমিক ভাবে বাছাই করা হবে। জেনারেল, ওবিসি, ইকোনমিকালি উইকার সেকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৩০০ টাকা যা নন-রিফান্ডেবল। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, মহিলাদের জন্য অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। অনলাইন, অফলাইন দু'ভাবেই পেমেন্ট করা যাবে। এনটিপিসি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। 


কলকাতায় চাকরির সুযোগ


ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER) রিসার্চ অ্যাসোসিয়েট-I (RA-I) এবং প্রজেক্ট টেকনিক্যাল অফিসার (PTO) এর 02 টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। Research Associate-I (RA-I) 01 এবং Project Technical Officer (PTO) 01- এই দুই পদে নিয়োগ করা হবে। 


আরও পড়ুন- ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগ করবে স্বরাষ্ট্র মন্ত্রক, কত শূন্যপদ রয়েছে?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


Education Loan Information:

Calculate Education Loan EMI