কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান (Religion) বা উৎসব (Rituals) উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Panji) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৩২ শ্রাবণ, ১৮ অগাস্ট -


সূর্যোদয়- সকাল ৫টা ১৭ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬টা ৬ মিনিট


বারবেলাদি- ৮:২৯ গতে ১১:৪১ মধ্যে


কালরাত্রি- ৮:৫৪ গতে ১০:১৭ মধ্যে 


যাত্রা- শুভ পশ্চিমে নিষেধ, দিবা ২:৩৮ গতে উত্তরেও নিষেধ, সন্ধে ৬:১৪ গতে মাত্র পশ্চিমে নিষেধ, রাত্রি ৯:৬ গতে যাত্রা নেই, রাত্রি ১০:১৭ গতে পুনঃ যাত্রা শুভ পশ্চিমে ও উত্তরে নিষেধ।


শুভকাজ- দিবা ১১:৪১ মধ্যে দীক্ষা


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ- ব্য়বসায়ীদের জন্য ভাল দিন। কোনওরকম অর্থ সংকটের সামনে পড়তে হবে না। মনের কথা কারও সঙ্গে ভাগ করে নেবেন না।  


বৃষ- স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ হতে পারে। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোথাও ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে।


মিথুন- ব্যক্তিগত যানবাহন ব্য়বহার এড়িয়ে চলুন। এদিন নতুন কোনও কাজ শুরু না করাই ভাল। সন্তানের বিবাহ নিয়ে ভাবনাচিন্তা হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কথাবার্তায় সংযম প্রয়োজন। 


কর্কট- এদিন স্বাস্থ্য ভাল যাবে। বিবাদ এড়িয়ে চলাই ভাল। নয়তো ছোট বিবাদ বড় ঝগড়ায় পরিণত হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। 


সিংহ- চাকরি হোক বা ব্যবসা, এদিন লাভের মুখ দেখতে পারেন। সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন। কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা এদিন হয়ে যেতে পারে। 


কন্যা- পারিবারিক কোনও বিষয়ে বাড়ির লোকের সঙ্গে মতপার্থক্য হতে পারে। এদিন ব্যবসায় কোনওরকম পরিবর্তন আনবেন না। নয়তো ক্ষতির ঝুঁকি থাকবে।


তুলা- কোনওরকম প্রশাসনিক কাজে যুক্ত হতে পারেন। ছোটদের সঙ্গে কোনওরকম কথা কাটাকাটির সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন।


বৃশ্চিক- এদিন ভাল যেতে পারে। যে কাজ অনেকদিন ধরেই করার কথা ভাবছেন, এদিন তা সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, যার জন্য উপকার হবে। 


ধনু- সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে। কোনও উচ্চপদ পেতে পারেন। প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে। জমি সংক্রান্ত মামলার ফল আপনার অনুকূলে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে। 


মকর- এদিন উত্থান-পতন দুটিই দেখতে পারবেন। দিনটি আপনার জন্য শুভ। প্রতিপক্ষের থেকে সাবধান থাকবেন। এদিন বড় কোনও লেনদেন করবেন না। যে কোনও বিষয়ে পরিবারের সমর্থন পাবেন।


কুম্ভ- কোনও কারণে মানসিক ভাবে চাপে থাকতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। 


মীন- কোনও নতুন সিদ্ধান্তের জন্য় লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ নিয়ে খুশি হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকুন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।