নয়াদিল্লি: ভারতের বিস্তীর্ণ অংশ বন্যাপ্রবণ। প্রতিবছরই দেশের কোনও না কোনও অংশ বন্যার কবলে পড়ে। এখনই হিমাচল প্রদেশ বিধ্বংসী বন্যার কাযর্ত বিধ্বস্ত। 


বন্য়ার কারণে নানা সময়েই প্রবল ক্ষতির মুখে পড়ে দেশের অর্থনীতি। আগেভাগে সতর্ক হলে অনেকসময়েই প্রাণ এবং সম্পত্তি বাঁচানো যায়। সেই চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছেন বিজ্ঞানীরা। সেই কাজেই একধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। রিয়েল-টাইমে দেশের কোথায় বন্যার প্রকোপ ঠিক কীরকম সেটা বোঝাতেই আনা হল একটি অ্যাপ। তার নাম ফ্লাডওয়াচ (FloodWatch)।
 
কেন্দ্রীয় জল কমিশন (Central Water Commission) -এর চেয়ারপার্সন কুশবিন্দর বোহরা জানিয়েছেন, এই অ্যাপটি ৩৩৮টি স্টেশন থেকে রিয়েল-টাইম ডেটা জোগাড় করে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বন্যা পরিস্থিতির খবর দেবে। 


তিনি জানিয়েছেন, ওই অ্যাপ মোবাইল ফোন ব্যবহার করে বন্যা সংক্রান্ত তথ্য জোগাড় করবে। অন্তত সাত দিনের পূর্বাভাস জোগাড় করতে পারবে।  নিখুঁত এবং দ্রুত বন্যা-পূর্বাভাস দিতে পারবে অ্যাপটি। আধুনিক প্রযুক্তি, গাণিতিক মডেল এবং রিয়েল-টাইম মনিটরিং ব্যবহার করে এই পূর্বাভাস দেওয়া হবে। এই অ্যাপের সাধারণের ব্যবহারের জন্য় ভাল হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় জল কমিশন (Central Water Commission) -এর চেয়ারপার্সন কুশবিন্দর বোহরা। এই তথ্যের ফলে বন্যাসংক্রান্ত বিপদ অনেকটাই কমানো যাবে বলে জানিয়েছেন তিনি। 


 






কী কী রয়েছে অ্যাপে?
 ২৪ ঘণ্টার জন্য বন্যা পূর্বাভাস দিতে পারবে। ম্যাপের মাধ্যমে দেখা যাবে পূর্বাভাস। এছাড়া আগামী সাতদিনের জন্য বন্যা সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হবে।


অ্যাপের ম্যাপ থেকে স্টেশন সিলেক্ট করে এই কাজ করা যাবে। অথবা সার্চ বক্সে গিয়ে খুঁজে বের করা যাবে স্টেশন। 


স্টেশনের নাম ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করলেই ওই জায়গাটা জুম হয়ে যায়।


রাজ্যভিত্তিক বা অববাহিকাভিত্তিক বন্য়া পূর্বাভাস দিতে পারবে। 


ভবিষ্য়তে আঞ্চলিক ভাষায় তথ্য:
এই অ্যাপ থেকে অ্যালার্ট মেসেজও পাওয়া যাবে। লিখিত এবং অডিও মাধ্যমেও পাওয়া যাবে এই মেসেজ। আপাতত ইংরেজি এবং হিন্দিতে তথ্য মিলবে। এর পরে আঞ্চলিক ভাষাতেও তথ্য পাওয়ার কাজ চলছে।


আরও পড়ুন: পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্প, জেনে নিন,কোন স্কিমে কী সুদ ?