কলকাতা : বাড়িতে কোনও বিয়ের (Marriage) অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (Religion)
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১ কার্তিক, ১৯ অক্টোবর -
সূর্যোদয়- সকাল ৫টা ২১মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টা ৫৭ মিনিট
বারবেলাদি- ০৬:৫৫ থেকে ০৮:২৯, এবং ১:১৩ থেকে ২.৪৭ পর্যন্ত
কালরাত্রি- ০৭:২২ গতে ৮:৪৭ মধ্যে
যাত্রা- মধ্যম পূর্বে ও উত্তরে নিষেধ, দিবা ঘ ৯। ১৬ গতে দক্ষিণেও নিষেধ, দিবা ঘ ১২। ৫২ গতে যাত্রা নেই
শুভকাজ- রাত্রি ৯:১২ গতে ১:৫ মধ্যে
বিবিধ- মৃতে দোষনাস্তি। যোগিনী- দক্ষিণে ২২.০৮ পর্যন্ত। পরে পশ্চিমে
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- মন খুশি থাকবে। ভাল খবর পেতে পারবেন। কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। কারও উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। (astrology today)
বৃষ- যে কাজই করবেন তাতে সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যা দূর করবে। ব্য়বসার কাজ শুরু করার জন্য ভাল দিন। জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। সন্তানের কারণে গৌরব অনুভব করবেন।
মিথুন- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা কমে যেতে পারে। পরিবারের শান্তির পরিবেশ থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভাল হবে।
কর্কট- এদিন মজা করার মেজাজে থাকবেন। পুরনো কোনও বাজে অভ্যাস থাকলে তা এড়ান। এদিন কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কোনও উপহার পেতে পারেন।
সিংহ- সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে। ধৈর্য ধরে থাকুন। জীবনসঙ্গীর কেরিয়ার সংক্রান্ত উদ্বেগ আপনাকেও ছুঁতে পারে। ছোটখাট সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা- অর্থের টানাপড়েন থাকবে না। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পরে তার সাফল্য আপনি পাবেন। পরিবারে কারও বিবাহ সংক্রান্ত সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা জরুরি। কাউকে কোনও টাকা ধার দিতে পারেন।
তুলা- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কোনও আত্মীয়কে আপনি পরামর্শ দিতে পারেন। তাতে তাঁর উপকার হবে। পরিবারে আপনার সম্মান বাড়বে।
বৃশ্চিক- এদিন শান্তিপূর্ণ কাটবে। সম্পত্তি সম্পর্কিত কোনও আইনি বিরোধ যদি থাকে, তার থেকে দূরে থাকতে হবে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। পরিবারে অতিথি আগমন হতে পারে।
ধনু- বিবাহিত জীবন সুখের হবে। কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। পরিবারে কোনও মতবিরোধ হতে পারে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।
মকর- দ্রুত কোনও সিদ্ধান্ত নেবেন না। বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারবে। কিন্তু মাথা ঠান্ডা রাখলে যে কোনও সমস্যা এড়িয়ে চলতে পারবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন।
কুম্ভ- ভাল-মন্দয় মিশিয়ে যেতে পারে দিনটি। কাজের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল করে কথা বলুন। কোথাও বিনিয়োগ করতে পারেন।
মীন- আয় বৃদ্ধি পেতে পারে। জীবনযাত্রার মান বৃদ্ধি হবে। পরিশ্রমে সাফল্য মিলবে। অকারণে অর্থ অপচয় করবেন না। ছোট কেউ আপনার কাছে কিছু চাইতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।