কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৬ শ্রাবণ, ২ অগাস্ট -


সূর্যোদয়- সকাল ৫টা ১১ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৭ মিনিট


কালবেলাদি- ৮:২৭, গতে ১০:৫ মধ্যে ও ১১:৪৪ গতে ১:২২ মধ্যে


কালরাত্রি- ২:২৭, গতে ৩:৪৯ মধ্যে 


যাত্রা- মধ্যম পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ৩:২৯ গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ, সন্ধ্যা ৬:৪৪ গতে পূর্বেও নিষেধ, রাত্রি ১০:২০ গতে মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ 


শুভকাজ- নামকরণ, দেবতাগঠন, শান্তিস্বস্ত্যয়ন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ- হঠাৎ কোনও সিদ্ধান্ত নেবেন না। তাতে আক্ষেপ করতে হতে পারে। সন্তানের সাফল্যে খুশি। প্রিয়জন আজ আপনার কথা নাও শুনতে পারে। কোনও নতুন কাজ শুরু করবেন না।


বৃষ- উপস্থিত বুদ্ধির ফলে দ্রুত কাজ করতে পারবেন। আর্থিক ক্ষতি হতে পারে। নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। অযথা মাথা গরম নয়। সঙ্গীর সঙ্গে কথা বলুন প্রয়োজনে।


মিথুন- আপনার ধৈর্য্যের পরীক্ষা নিতে পারে কোনও বন্ধু। কোনওরকম আপোষ করবেন না। আয়ের নতুন উপায় খুঁজে পাবেন। নিজের খেয়াল রাখুন।


কর্কট- ভবিষ্যতের স্বার্থে আজ থেকেই বিনিয়োগ করুন। যোগাযোগ নষ্ট হতে দেবেন না। সৃজনশীল কাজের সুযোগ রয়েছে। সংঘাতে জড়াতে পারেন।


সিংহ- অতিরিক্ত ব্যয়ে রাশ টানা প্রয়োজন। দিনের শেষে বিনোদনের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন। মোবাইলে অবসর সময়ে নষ্ট করবেন না। সঙ্গীকে কোনও বিষয়ে জোর করবেন না।


কন্যা- পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে মন ভাল হয়ে যাবে। কোনও আত্মীয়র কারণে আর্থিক ঝুঁকি বাড়তে পারে। আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে পরিবারের সদস্যরা।


তুলা-  কথা বলার আগে ভেবে বলুন। পরে আফশোস করতে হতে পারে। ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে কিছু বলবেন না। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না।


বৃশ্চিক-  সুস্থ থাকতে শরীরচর্চায় মন দিন। লোনের জন্য আবেদন করে থাকলে আজ পেতে পারেন। সন্ধেয় প্রিয়জনের সঙ্গে কিছু পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।


ধনু- দু্গ্ধজাত ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা লাভের মুখ দেখবেন। কোনও নতুন খবরে পরিবারে খুশি আসবে। প্রিয়জনের আচরণে হঠাৎ মেজাজ বিগড়ে যেতে পারে।


মকর- দিনভর ব্যস্ততা থাকলে স্বাস্থ্য ভাল থাকবে। নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। হতাশা গ্রাস করতে পারে। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন।


কুম্ভ- অকারণে চিন্তা করবেন না। তাতে নিজের মেজাজই নষ্ট হবে। কোনও নেতিবাচক ভাবনা আসতে দেবেন না। কোনও সেমিনার বা প্রদর্শনীতে অংশ নিতে পারেন।


মীন- স্বপ্ন পূরণ হতে পারে আজ। অতিরিক্ত খুশি দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। বাড়ি সাজাতে পারেন আজ। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।