কলকাতা: এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় ফুটবল দল। মঈন আলির টেস্ট থেকে অবসর। 


ভারতীয় দলে সুনীল, সন্দেশরা


এআইএফএফের তরফে আগেই আভাস পাওয়া গিয়েছিল। এবার সেটাই সত্যি হল। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান ও গুরপ্রীত সিংহ সান্ধু তিন তারকা ফুটবলারকে নিয়েই এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। ২২ সদস্যের দল ঘোষণা করা হল। চিনের মাটিতে এবার টুর্নামেন্টে আয়োজিত হবে। ইগর স্তিমাচের কোচিংয়েই খেলতে নামবে টিম ইন্ডিয়া। 


প্রথম দিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছিল যে প্রথম সারির দল এশিয়ান গেমসের মঞ্চে নাও পাঠানো হতে পারে। পরে যদিও পরিকল্পনা বদল করা হয়। গ্রুপ এ-তে চিন, বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে রয়েছে ভারত। মোট ২৩টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। 


ক্য়ারিয়ান দল ঘোষণা


ভারতের (India vs West Indies) বিরুদ্ধে আজ শেষ ওয়ান ডে ম্যাচে (ODI Series) খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) শিবির। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (T20 Sereis) খেলতে নামবে ২ দল। রোহিতদের (Rohit Sharma) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ক্যারিবিয়ানরা। দলে ফিরলেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার শাই হোপ (Shai Hope) ও তারকা পেস বোলার ওসানে থমাস। ওয়ান ডে সিরিজের পরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ২ দল। শাই হোপ ওয়ান ডে সিরিজে অধিনায়ক হিসেবে খেলছেন। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে গত বছর ফেব্রুয়ারির পর আর তাঁকে দেখা যায়নি। অন্যদিকে থমাস ২০২১ ডিসেম্বরের পর ফের টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়ছেন। ১৫ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।


মঈনের অবসর


অ্যাশেজ সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যান জ্যাক লিচ। তাঁর বদলেই তড়ঘড়ি অবসর ভাঙিয়ে মঈন আলিকে টেস্টে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বেন স্টোকস নাকি নিজেই মঈনকে মেসেজ করেন। দলের প্রয়োজনের সময়, ডাক পেয়ে মঈনও নিজের সিদ্ধান্তে বদল ঘটান। অবসর ভেঙে ফেরেন মঈন। তবে আর নয়। এরপর আর কোনওরকম ডাক পেলেও, তিনি টেস্টে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মঈন। অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচের পর মঈন সাফ জানিয়ে দেন এবার স্টোকস তাঁকে টেস্টে খেলার জন্য অনুরোধ করলেও, তিনি আর ফিরছেন না।


রিয়ানের সেঞ্চুরি


দেওধর ট্রফিতে দুরন্ত শতরান হাঁকালেন রিয়ান পরাগ। একইসঙ্গে নিজের দল পূর্বাঞ্চলকে ফাইনালে পৌঁছে দিলেন তিনি। তারা হারিয়ে দিলেন সেমিফাইনালে পশ্চিমাঞ্চলকে। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক সৌরভ তিওয়ারি। ওপেনিংয়ে নেমেছিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ ও বিহারের উৎকর্ষ সিংহ। অভিমন্যু ৩৮ রান করে ফিরে গেলেও উৎকর্ষ অর্ধশতরান করে আউট হন। বিরাট সিংহ ৪২ রানের ইনিংস খেলেন। অধিনায়ক সৌরভ ১৩ রান করে আউট হন। এরপর মিডল অর্ডারে রিয়ান পরাগ ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ৬৮ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে পাঁচটি ছক্কা ও ৬টি বাউন্ডারি হাঁকান।