কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৬ মাঘ, ২১ জানুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ২৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ১১ মিনিট
কালবেলাদি- ৭:৪৭, ১:৯, ২:৩০, ৩:৫১, ৫:১১
কালরাত্রি- ৬:৫১, ৪:৪৭, ৬:২৬
যাত্রা- নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকরে দিনটি-
- মেষ- কোনও বাড়ি-জমি বা শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সতর্ক থাকুন। যদি আপনি নতুন চাকরির সন্ধানে থাকেন তাহলে এখন ভাল খোঁজ পাবেন। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। পারিবারিক ক্ষেত্রে ঝামেলার আশঙ্কা।
- বৃষ- আপনার ভাল ব্যবহারের কারণেই সব সমস্যার সমাধান হবে। আগেভাগে পরিকল্পনা করে চললে খরচ কমবে, কাজও মিটবে। কোনও সম্পত্তি বা গয়না কেনার ভাল সময়। পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক ভাল থাকবে। কর্মক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন।
- মিথুন- এখন অর্থ সংক্রান্ত কোনও সমস্যা থাকবে না। নগদও থাকবে হাতে। পরিবারে আগের থেকে বেশি সময় দিন। ব্যবসার ক্ষেত্রে অংশীদারের সঙ্গে হিসাব সংক্রান্ত সব তথ্য় মিলিয়ে নিন। শরীর ভাল রাখতে নতুন কোনও রুটিন তৈরি করতে পারেন। ঘনিষ্ঠ কারও থেকে আঘাত আসতে পারে। নিজের মতো চলুন।
- কর্কট- আর্থিক দিক কমবেশি ভাল থাকবে। পরিবারের এখন আপনাকে প্রয়োজন। গাঁটের ব্যথা থেকে বাঁচতে নিয়ম মেনে চলুন। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনও পদোন্নতি মিলতে পারে। নতুন চাকরি পেতে পারেন। পড়ুয়ারা একটু বেশি পরিশ্রম করুন। নিজের সঙ্গীর দিকে বেশি মনোযোগ দিন। এখনও কোনও সম্পত্তি কেনা ভাল হবে না।
- সিংহ- নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা নিজেকেই করতে হবে। কাছের লোকজনকে সময় দিন। রাগ চেপে রাখবেন না। এখন আর্থিক দিক দিয়ে একটু চাপ আসতে পারে। পরিবারের মধ্যে বোঝাপড়ার সমস্যা হতে পারে। কোনও রুটিন নির্দিষ্টভাবে মেনে চলুন, তাহলেই স্বাস্থ্য ভাল থাকবে।
- কন্যা- আয়ের নতুন কোনও উৎসের খোঁজ মিলতে পারে। পরিবারের সবাইকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য় করুন। কর্মক্ষেত্রে এমন কাউকে দেখুন যাঁর মতো করে চললে উন্নতি হবে। নতুন কোনও ডায়েট বেছে নিন নিজের জন্য। জীবনে নতুন কারও আবির্ভাব হবে, যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে।
- তুলা- কাছাকাছি কোথাও ঘোরার পরিকল্পনা করতে পারেন। বিনিয়োগ বৃথা যাবে না। যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে এই সময়টা ব্যবসা বাড়ানোর সময়। পরিবারের সঙ্গে থাকলে মন ভাল থাকবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করুন।
- বৃশ্চিক- কোনও বাজেট তৈরি করুন, সারা মাস সেটাই মেনে চলুন। কোথাও ঘুরতে যাওয়া আপনার জন্য প্রয়োজনীয়। মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। এই মুহূর্তে নিজের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। পড়াশোনার ক্ষেত্রে আরও কিছুটা পরিশ্রম প্রয়োজন।
- ধনু- আপাতত সবই ভাল থাকার সম্ভাবনা। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন। পড়ুয়াদের সময় ভাল যাবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন এই সময়। আর্থিক টানাপড়েন আপাতত থাকবে না। সোশ্য়াল মিডিয়া পারলে এড়িয়ে চলুন।
- মকর- আপনার কাছে আপনার পরিবার খুশি থাকবে। ঘনিষ্ঠতাও আগের চেয়ে বাড়বে। পেশাগত ক্ষেত্রে মনোযোগ দিন, সেখানে নিজের প্রতিপত্তি বাড়াতে চেষ্টা করুন। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। সঙ্গীর সঙ্গে সময় কাটান।
- কুম্ভ- আপাতত বাজে খরচ করবেন না। ভবিষ্যতে আর্থিক টানাপড়েন শুরু হতে পারে। নিজের জন্য সঠিক পেশা বেছে, তা আপনার উন্নতিতে সাহায্য় করবে। স্বাস্থ্য ভাল রাখতে শরীরচর্চা শুরু করুন।
- মীন- কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আয়ের নতুন পন্থা আপনার সামনে আসবে। পেশাগত ক্ষেত্রেও নানাদিকে উন্নতি হবে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আপনাকে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।