কলকাতা : বাড়িতে কোনও বিয়ের (Marriage) অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (Religion) 


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২ ভাদ্র, ২০ অগাস্ট -


সূর্যোদয়- সকাল ৫টা ১১মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬টা ৮ মিনিট


বারবেলাদি- ০৯:০৬ গতে ১:১৭ মধ্যে


কালরাত্রি- ১:৫ গতে ২:৪০ মধ্যে


যাত্রা- শুভ উত্তরে ও পশ্চিমে নিষেধ, অপরাহ্ন ৫:৩৮ গতে নৈর্ঋতে অগ্নিকোণেও নিষেধ, রাত্রি ৯:১৪ গতে মাত্র উত্তরে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ২:৩১ গতে যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ


শুভকাজ- রাত্রি ৯:১২ গতে ১:৫ মধ্যে


বিবিধ- মৃতে দোষনাস্তি। যোগিনী- দক্ষিণে ২২.০৮ পর্যন্ত। পরে পশ্চিমে


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ- অসুস্থতা থাকলে এবার থেকে তা কমতে পারে। ব্যবসায়ীদের জন্য় ভাল দিন। আর্থিক দিক থেকে দিনটি ভাল হবে। চাকরিজীবীরা সুখবর পেতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।


বৃষ- পরিবারের সঙ্গে সময় কাটান। কোনও কাজ নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করলে সেটা সফল হবে। মাথাব্যাথা সংক্রান্ত কোনও সমস্যা হতে পারে। ভবিষ্য়ৎ নিয়ে চিন্তিত হতে পারেন।


মিথুন- অপ্রয়োজনীয় কাজে অর্থ ও শক্তি দুটোই ব্য়য় করতে হতে পারে। তবে খরচের দিকে নজর দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্য়তে অর্থসংকটে না পড়তে হয়। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। কাজের প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। 


কর্কট- সারাদিন আলস্যে কাটতে পারে। কোনও কারণে বিরক্ত হতে পারেন। ভাই বা বোনের সঙ্গে ঝগড়া হতে পারে। সন্তানের কোনও বিষয়ে চিন্তিত হতে পারেন। এদিন কোনওরকম ঝুঁকির বিনিয়োগ করবেন না।


সিংহ- সামাজিক স্তরে সম্মান বাড়বে, চিকিৎসকের কাছে যেতে হতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসিত হবে। 


কন্যা- এদিন নানা প্রতিকূলতার মধ্যে কাটাতে হতে পারে। কারও সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন। নাহলে ছোটখাট সমস্যা বড় ঝামেলা শুরু হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। 


তুলা- এদিন নানা ব্যস্ততার মধ্যে দিন কাটতে পারে। কোনও কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে রাখবেন না। আপনার মনে কোনও কারণে অশান্তি হতে পারে। তবে সেই র সমস্যা স্থায়ী হবে না। সন্তানের দিক থেকে সুখবর পাবেন। 


বৃশ্চিক- ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কোনও নতুন পরিকল্পনা করতে পারেন, তা ফলপ্রসূ হবে। অংশীদারি ব্যবসার কথা ভাবলে এগোতে পারেন। চাকরির জায়গায় ভাল খবর মিলতে পারে। স্বাস্থ্য়ের বিশেষ যত্ন নিতে পারেন।


ধনু- দিনের শুরুটা ভাল হলেও শেষ ভাগে নানা বাধাবিপত্তি আসলেও আসতে পারে। চোখের দিকে নজর দিন। আর্থিক বিবিন্ন
 
মকর- এদিন আপনার যে কোনও ইচ্ছেপূরণ হতে পারে। যে কাজ করতে চান, তার জন্য পাশে দাঁড়াতে পারেন পরিবারের সকলে।


কুম্ভ- কাউকে টাকা দেওয়া থাকলে এদিন তা ফেরত পেতে পারেন। আর্থিক সমস্যা মিটে যাবে। কোনও আত্মীয়ের কাছ থেকে উপহার মিলতে পারে। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন। 


মীন- পরিবারের কোনও সদস্যের কারণে চিন্তা থাকবে। তা নিয়ে সময় খরচ হতে পারে। চাকরির জায়গায় কিছু সমস্যা হতে পারে। এদিন খরচ বাড়তে পারে। সেদিকে খেয়াল রাখুন। 


 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।