কোপেনহেগেন: ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এইচ এস প্রণয় (H S Prannoy) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। ফিনল্যান্ডের প্রতিযোগীর বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন প্রণয়। খেলার ফল ভারতীয় শাটলারের পক্ষে ২৪-২২, ২১-১০। অন্যদিকে লক্ষ্যও এদিন স্ট্রেট সেটে জয় পান। তিনিও হারিয়ে দেন মরিশাসের প্রতিদ্বন্দ্বী জুলিয়ান পল। খেলার ফল ভারতীয় শাটলারের পক্ষে ২১-১২, ২১-৭। 


বিশ্বের ৯ নম্বর শাটলার প্রণয় এই টুর্নামেন্টে শেষ ২ বারের সংস্করণে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। ফিনল্য়ান্ডের শাটলারের বিরুদ্ধে এই নিয়ে টানা তিনবার জয় ছিনিয়ে নিলেন প্রণয়। অন্য়দিকে লক্ষ্য ২৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন লক্ষ্য সেন।


তবে এই দু জনে জয় ছিনিয়ে নিলেও বিশ্বের প্রাক্তন ১ নম্বর শাটলার কিদম্বী শ্রীকান্ত হেরে ছিটকে গিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। জাপানের কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে স্ট্রেট সেটের লড়াইয়ে হার মানেন শ্রীকান্ত। খেলার ফল ১৪-২১, ১৪-২১। ৪৭ মিনিটের লড়াই শেষে হার মানতে হয় শ্রীকান্তকে।


এদিকে, অন্য খেলায় চলতি দাবা বিশ্বকাপে ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানাকে সেমিফাইনালের টাই ব্রেকারে পরাজিত করে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি।


প্রথম ব়্যাপিড গেমে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তাই কারুয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ব়্যাপিড গেম ড্র করায় তাঁর ফাইনালের স্থান পাকা হয়ে যায়। ৩.৫-২.৫ স্কোরলাইনে সেমিফাইনাল জিতলেন ভারতের বিস্ময়বালক। ফাইনালে প্রজ্ঞানন্দ বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন। দুই গেমের সিরিজ়ে প্রজ্ঞানন্দ বিশ্বের তিন নম্বর দাবাড়ু কারুয়ানার সঙ্গে ১-১ ড্র করেন। দুইজনেই রবিবারে টাই ম্যাচটি ৪৭টি চাল দেন। তারপরেই টাই ব্রেকারে ভারতীয় গ্র্যান্ডমাস্টার টাই ব্রেকার সকলকে চমকে দিয়ে দুরন্ত জয় পান।


এই জয়ের পর তিনি খানিকটা ক্লান্তই। 'আমি ক্লান্ত। আমি নিজের ইচ্ছামতো প্রস্তুতি সারতে পারিনি। খেলার সময়ও আমার এনার্জি খানিকটা কম ছিল বলেই মনে হচ্ছিল। তবে শেষমেশ ফাইনালে পৌঁছতে পারলাম।' বলেন প্রজ্ঞানন্দ।


কার্লসনের বিরুদ্ধে ফাইনালে নামবেন, ভেবে উচ্ছ্বসিত ভারতের বিস্ময়বালক। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন যে কার্লসনের বিরুদ্ধে তাঁর ম্যাচ হতে পারে, এমনটা কল্পনাও করেননি। পিটিআইকে প্রজ্ঞানন্দ বলেন, 'আমি এই টুর্নামেন্টে ম্যাগনাসের বিরুদ্ধে খেলবে বলে আশাই করিনি। কারণ ফাইনালে না উঠলে কোনও পরিস্থিতিতেই আমার ওঁর বিরুদ্ধে খেলা সম্ভব ছিল না, আর সত্য়ি বলতে ফাইনাল পর্যন্ত পৌঁছব বলে আশাও করছিলাম না। তবে যখন ফাইনালে পৌঁছতে পেরেছি, তখন সেখানে নিজের সেরাটা দেব। বাকি যা হবে, দেখা যাবে।'