কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৬ আষাঢ়, ২২ জুন -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২৩ মিনিট
কালবেলাদি- ৩:১, গতে ৬:২৩ মধ্যে
কালরাত্রি- ১১:৩৯, গতে ১২:৫৮ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- ইতিবাচক মানসিকতা এবং আত্মবিশ্বাস বজায় থাকবে। আপনি প্রভাবিত করতে পারবেন। চুরি হওয়া থেকে সতর্ক থাকুন। মানি ব্যাগ বা পার্স নিরাপদে রাখুন। সন্তানের সাফল্যে খুশি হবেন। সৃজনশীলতা দেখানোর সুযোগ আসবে।
বৃষ- আজ অবসর সময় কাটানোর সুযোগ আসবে। আর্থিক দিক থেকে ঝুঁকি আসতে পারে। ব্যক্তিগত বিষয় কারোর সঙ্গে আলোচনা না করাই ভাল। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন। দক্ষতা দেখানোর সুযোগ আসবে।
মিথুন- দীর্ঘদিনের কোনও অসুস্থতা থেকে মুক্তি পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রিয়জনের সঙ্গে শপিংয়ে যেতে পারেন আজ। নিজের ব্যবসার দিকে নজর রাখুন। ঠকার আশঙ্কা রয়েছে। অবসর সময় সিনেমা দেখতে পারেন।
কর্কট- মনোবল বাড়াতে হবে। নেতিবাচক ভাবনাকে উৎসাহ দেবেন না। প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজ। প্রশংসা গ্রহণ করুন। ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে।
সিংহ- গর্ভবতী মায়েদের বেশি সতর্ক হতে হবে। ধূমপান, মদ্যপান এড়িয়ে চলুন। অর্থের বিষয়ে সতর্ক হোন। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। সঙ্গীর ভালবাসা পাবেন।
কন্যা- রক্তচাপ বাড়তে পারে। এই রাশির ব্য়াক্তিরা প্রেমে জটিলতায় পড়তে পারেন। চাকরি এবং ব্যবসা যাই করুন না কেন, সতর্ক থাকুন। কোনও অচেনা ব্যক্তির সঙ্গে পরিচয়ে জীবন সুন্দর হতে পারে।
তুলা- আজ প্রচুর খরচের আশঙ্কা রয়েছে। যার জেরে আর্থিক সমস্যা বাড়বে। অসম্ভব উৎসাহের ফলে আজ আপনার ফল ভাল হবে। আজ কারোর সঙ্গে সাক্ষাৎ এনার্জি শেষ করে দেবে। নিজের সঙ্গে সময় কাটানো সুযোগ আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটালে ভালবাসা বাড়বে।
বৃশ্চিক- মানসিক শক্তির জোরে সব সমস্যা মেটাতে পারবেন। পরিস্থিতির মোকাবিলা করা সহজ হবে। সৃজনশীল কাজে মন দিন। নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। নিজের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা বাড়তে পারে।
ধনু- বিবাহিত জীবন সুখের হবে। কারও কারও জীবনে নতুন কোনও সম্পর্ক আসতে পারে। ব্য়বসায়ীদের জন্য কোনও বড় সুযোগ অপেক্ষা করছে। দায়িত্ববান পদে থাকা ব্যক্তিদের জন্য দিনটি ভাল। ভাইবোনের সঙ্গে ভাল সময় কাটবে।
মকর- আজ বিপদের আশঙ্কা আছে। সাবধানে থাকুন। সংসারের কারণে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি। আজ কোনও কারণে মনে বিষণ্ণতা বাড়তে পারে।
কুম্ভ- একঘেঁয়েমি ঘিরে ধরতে পারে থেকে থেকেই। আশপাশে কিছু নেতিবাচক ঘটনা পর পর পর ঘটতে দেখতে পারেন। তবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না।
মীন- সমস্যার সম্মুখীন হতে পারেন। মানসিক চাপের কারণে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হবে। দোটানায় থাকতে পারেন সিদ্ধান্তগ্রহণের ব্যাপারে। মায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। চাকরির সঙ্গে যুক্তরা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন।