কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani) আর কার্তিক আরিয়ান (Kartik Aryaan) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)-র নতুন গান। নতুন গান 'শুন সজনী' (Sun Sajni) মূলত গরবা থিমের ওপর তৈরি একটি গান, যার তালে পা মেলাতে দেখা গিয়েছে নায়ক নায়িকাকে। 


ছবির নায়িকা অর্থাৎ কিয়ারা আগেই জানিয়েছিলেন, গোটা ছবির মধ্যে এই গানটি তাঁর অন্যতম প্রিয় একটি গান। আর আজ সোশ্যাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে নিয়েও তিনি সেই কথা লিখেছেন। আর মুম্বইতে এই গান লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কার্তিক ও কিয়ারা। একটি লাল পালাজোর সঙ্গে ক্রপটপ পরেছিলেন কিয়ারা, সঙ্গে ছিল লাল ফুলেল কাজ করা ফুলহাতা পা ছোঁয়া জ্যাকেট। অন্যদিকে কার্তিক পরেছিলেন গোলাপি কুর্তা। দুজনেই আজ জমিয়ে দিয়েছিলেন গান মুক্তির আসর। মুক্তি পাওয়া গানে জমিয়ে গরবার তালে পা মেলাতে দেখা গেল নায়ক নায়িকাকে। গাঢ় ঝলমলে পোশাকে কার্তিক ও কিয়ারা একেবারে মানানসই। 


২৯ জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবির হাত ধরে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী দ্বিতীয়বার একসঙ্গে জুটি বেঁধেছেন। ২০২২ সালে তাঁদের একসঙ্গে ছবি 'ভুল ভুলাইয়া ২' বিপুল সাফল্য লাভ করে। 'সত্য প্রেম কি কথা' ছাড়াও কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের একগুচ্ছ ছবি রয়েছে পাইপলাইনে। হংসল মেহতার সঙ্গে কার্তিক আরিয়ান 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ছবিটি করছেন। এছাড়া 'আশিকি' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে তাঁকে দেখা যাবে। 


অন্যদিকে, ২০২২ সালে মুক্তি পায় কিয়ারা আডবাণীর ছবি 'গোবিন্দা নাম মেরা', 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলাইয়া ২'। এছাড়া রাম চরণের সঙ্গে তাঁকে দেখা যাবে একটি ছবিতে।  প্রসঙ্গত, 'সত্য প্রেম কি কথা' ছবির হাত ধরে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ও নমহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় আসছে। এছাড়া ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সমীর বিদ্বানস। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।


 






আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি


আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...