কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৬ অগ্রহায়ণ, ২৩ নভেম্বর -


সূর্যোদয় - সকাল ৬টা ০ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৪টা ৪৭ মিনিট


কালবেলাদি - ২:৬ গতে ৪:৪৭ মধ্যে


কালরাত্রি - ১১:২৪ গতে ১:৩ মধ্যে


যাত্রা - নেই, রাত্রি ৭:৫ গতে যাত্রা শুভ দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ, রাত্রি ৮:১৭ গতে মাত্র দক্ষিণে নিষেধ


শুভকাজ- দিবা ৯:২৩ মধ্যে গাত্রহরিদ্রা অব্যূঢ়ান্ন (দ্বিরাগমন, দীক্ষা, গৃহারম্ভ, গৃহপ্রবেশ) নামকরণ, গ্রহপুজো, শান্তিস্বস্ত্যয়ন, বৃক্ষাদিরোপণ, বিবাহ- রাত্রি ৮:১৭ গতে ১১:২৩ মধ্যে পুনঃ রাত্রি ১:৩ গতে ৩:৩০ মধ্যে মিথুন, কর্কট, সিংহ ও কন্যালগ্নে সুতহিবুকযোগে বিবাহ 


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ- নানা সমস্যার মুখোমুখি হতে পারেন আজ। কোনও কারণও মানসিক চাপে অস্থির থাকতে পারেন। ব্যবসা নিয়ে কোনও কারণে চাপ হতে পারে। কোনও বন্ধুর সাহায্যে চাকরির খোঁজ পেতে পারেন।  


বৃষ- চাকরিজীবী যাঁরা, তাঁদের আয় বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হতে পারেন। সততার সঙ্গে নিজের কাজ করে যান। বাড়ির কাজের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে।  


মিথুন- ব্যবসা সংক্রান্ত কোনও কাজে সমস্যায় পড়তে হতে পারে। সচেতন না থাকলে লাভ হাতে থেকে বেরিয়ে যেতে পারে। অফিসে কোনও রকম বিতর্কে জড়াবেন না। 


কর্কট- পারিবারিক কোনও কারণে উদ্বেগে পড়তে হতে পারে। ব্যবসায়ীদের জন্য সামান্য পরিবর্তন অপেক্ষা করছে। ভাইবোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চললেই ভাল। 


সিংহ- দিনটি ভাল যাবে। স্বাস্থ্যে আগের তুলনায় ভাল থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য তৈরি হতে পারে, তা আলোচনার মাধ্য়মে মিটিয়ে নেওয়া যায়।   


কন্যা- কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। পরিবারে কোনও অতিথির আগমন হতে পারে। মনে কোনওরকমের নেতিবাচকতা ঢুকতে দেবেন না।


তুলা- হাতে কোনও কাজের প্রকল্প আসতে পারে। বিদেশে কাজের সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা খুব ভাল হতে পারে।


বৃশ্চিক- ব্যবসা বা কাজ সংক্রান্ত কারণে চাপের মুখে পড়তে হতে পারে। শেয়ারবাজারে বা ফাটকা বাজারে বিনিয়োগ করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। দাম্পত্যজীবন ভাল কাটবে।


ধনু- অর্থের অভাব থাকবে না। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ ভাল হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কোনও কাজ আগামীকাল শেষ হয়ে যাবে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন।   


মকর- পৈতৃক সম্পত্তি হাতে আসতে পারে। তবে তা নিয়ে বিবাদ হতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করা উচিত। কোনও বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে, পারলে এড়িয়ে যান।    


কুম্ভ- এদিন নানা কারণে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ক্লান্তি বোধ করলে অবশ্যই বিশ্রাম নিন। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে। সেই যোগাযোগ ভবিষ্যতে কাজে আসতে পারে। স্ত্রীর স্বাস্থ্য চিন্তা হতে পারে।  


মীন- এদিন কোনও বড় কিছু হাতে আসতে পারে। আর্থিক দিক দিয়ে আগামীকাল ভাল যাবে।  তবে খরচও বাড়তে পারে। কর্মক্ষেত্রে সবাইকে বিশ্বাস করবেন না।    


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)