কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৯ চৈত্র, ২৪ মার্চ -
সূর্যোদয়- সকাল ৫টা ৪৩ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৪৫ মিনিট
বারবেলাদি- ৮:৪৩, ১:৪৪
কালরাত্রি- ৮:৪৫, ১০:১৪
যাত্রা- শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ, গতে যাত্রা নেই
শুভকাজ- দীক্ষা
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ : কারও কারও সম্পর্ক ছিন্ন হতে পারে। কোনও প্রোজেক্টে কাজের জন্য আপনার সিনিয়ররা অভিনন্দন জানাতে পারেন। প্রেমের মানুষের সঙ্গে বড়সড় তর্কাতর্কিতে জড়াতে পারেন।
বৃষ : ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে উদ্বেগ বাড়তে পারে। আরও অর্থ সঞ্চয়ের জন্য চিন্তাভাবনা করবেন। কর্মক্ষেত্রে কোনও সহকর্মীর অতি প্রতিক্রিয়াশীল মনোভাব দেখানোয় আপনি তাঁকে ভুব বুঝতে পারেন। ব্যক্তিগত জীবনে স্বাভাবিক ছন্দ বজায় থাকবে।
মিথুন : আজ ব্যবসায় বড়সড় লাভের সম্ভাবনা। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পারেন। তাতে অসাধারণ অভিজ্ঞতা হবে।
কর্কট : চারপাশে ভালবাসার ছোঁয়া। দিনটা ভাল কাটবে। সহকর্মীরা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আপনার কাছের কোনও মানুষের থেকে আর্থিকভাবে লাভবান হবেন। আন্তর্জাতিক ভ্রমণের ভাবনাচিন্তা। এখন থেকেই কাজ শুরু করে দিতে পারেন।
সিংহ : পেশা নিয়ে আপনার চিন্তাভাবনা আপনার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এনিয়ে আজ কোনও সিদ্ধান্ত নিতে পারেন। এই সময়ে নিজের শখ প্রতিপালনের কাজ করতে পারেন। শপিংয়ে যাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য ভাল থাকবে।
কন্যা : মন খোলা রাখুন। তা আপনার পক্ষে ভাল হবে। নিজের জিনিসপত্রের খেয়াল না রাখলে টাকা-পয়সা হারাতে পারেন। বাবা-মায়ের দিকে নজর দিন। এমন কোনও বন্ধু যার সমস্যা চলছে তার কারণে হতাশ হতে পারেন। মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন।
তুলা : আজ স্বাস্থ্য ভাল থাকবে না। চিকিৎসকের পরামর্শ নিন। মাথা ঠান্ডা না রাখলে কাছের কারও সঙ্গে হাতাহাতিতে জড়াতে পারেন। সবসময় নিজের সঙ্গে রাখুন ওয়ালেট। ভ্রমণ পরিকল্পনা সফল নাও হতে পারে।
বৃশ্চিক - আপনার উপর ঈর্ষান্বিত কোনও অধঃস্তন সহকর্মীকে কাজের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সারাদিন কাজে থাকবেন। কারণ কাজের জায়গায় সময়ে কাজ শেষের তাড়া থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
ধনু - কোনও সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব হতে পারে। তৈরি থাকুন। স্ত্রীর সাহায্য চাইবেন না। কারণ তিনি সম্মত নাও হতে পারেন। তাতে উভয়ের মধ্যে বিবাদ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। কোনও বন্ধুর কাছ থেকে টাকা ফেরত পাবেন।
মকর - আপনি ক্লান্ত হয়ে উঠতে পারেন। কিন্তু, কেউ ভ্রমণের সাজেশন দিলে আপনি উজ্জীবিত হয়ে উঠতে পারেন। নিজের জিনিসপত্রের যত্ন নিন।
কুম্ভ - আজ স্বাস্থ্য ভাল নাও থাকতে পারে আপনার। কোনও বন্ধুর কাছ থেকে খারাপ খবর পেতে পারেন। যার জেরে চিন্তিত হয়ে পড়বেন। আপনার সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারেন। প্রিয় বন্ধুর কোনও গোপন বিষয় জানতে পারেন। যা আপনাকে বিরক্ত করতে পারে।
মীন - কর্মজীবন ভাল কাটবে। আশপাশে বন্ধুর অভাব নেই। কিন্তু, আপনি চাইছেন এমন একজন মানুষকে যিনি এখনও আপনার সংস্পর্শে আসেননি। কোনও বৃদ্ধ ব্যক্তিকে আর্থিক সাহায্য় করার ইচ্ছা হতে পারে।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।