নয়াদিল্লি: ১ কোটি টাকারও বেশি। ফাইন হিসেবে ঠিক এত পরিমাণ টাকাই সংগ্রহ করেছেন এক মহিলা টিকিট পরীক্ষক। প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসেবে এত পরিমাণ টাকা ফাইন হিসেবে সংগ্রহ করে রেকর্ড করেছেন রোসেলিন অরোকিয়া মেরি (Rosaline Arokia Mary)। সাউদার্ন রেলওয়েতে কর্মরত চিফ টিকিট ইন্সপেক্টর পদে কর্মরক রোসেলিন। টিকিট ছাড়া যাঁরা রেলে যাতায়াত করেছেন তাঁদের কাছ থেকে ফাইন হিসেবে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেছেন তিনি। তাঁর এই কাজের প্রশংসা করে ট্যুইট করেছে রেল মন্ত্রক। মন্ত্রকের তরফ থেকে টিকিট পরীক্ষার সময়ের ছবিও ট্যুইটে শেয়ার করা হয়েছে।
ট্যুইট করার পরেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ওই টিকিট পরীক্ষকের কাজের প্রশংসা করেছেন সকলে। ভারত নির্মাণের জন্য এমন লোকজনই দরকার বলেও অনেকে কমেন্টে লিখেছেন।
সাউদার্ন রেলওয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ৩ জন টিকিট পরীক্ষক ২০২২-২০২৩ অর্থবর্ষে ১ কোটি টাকার উপর ফাইন সংগ্রহ করে রেকর্ড সৃষ্টি করেছে।
চেন্নাই ডিভিশনের ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর এস নন্দা কুমার ১ কোটি ৫৫ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। শক্তিভেল নামে আরও এক টিকিট পরীক্ষক ১ কোটি ১০ লক্ষ টাকা ফাইন সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: বারবার মামলা, বারবার জামিন! এর আগেও একাধিক মানহানি মামলা রাহুলের বিরুদ্ধে