কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৩ বৈশাখ, ২৭ এপ্রিল -


সূর্যোদয়- সকাল ৫টা ১২ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৫৯ মিনিট


কালবেলাদি- ২:৪৭, গতে ৫:৫৯ মধ্যে


কালরাত্রি- ১১:৩৫, গতে ১২:৫৯ মধ্যে 


যাত্রা- শুভ, দক্ষিণে নিষেধ, ৬:৫৬ গতে পশ্চিমেও নিষেধ, ৯:৩৮ গতে বায়ুকোণে নৈর্ঋতে নিষেধ, ১:১৪ গতে মাত্র দক্ষিণে ও পশ্চিমে নিষেধ


শুভকাজ- সাধভক্ষণ, নামকরণ, নবান্ন, কারখানারম্ভ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ রাশি- আজ সবদিক থেকে স্বাস্থ্য ভাল থাকবে। আপনি আত্মবিশ্বাসী থাকবেন। সেটা আপনার কাজে প্রভাব ফেলবে। আর্থিক বিষয়কে গুরুত্ব দিন। নয়তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। পরিবারের সদস্যরা হাসিখুশি থাকবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা করুন। 


বৃষ রাশি - আজ নিজেকে সময় দিন। অবসর যাপন করুন। সঙ্গীর সঙ্গে টাকাপয়সা নিয়ে বচসা হতে পারে। আপনার খরচ  নিয়ে আপনার সঙ্গী উষ্মা প্রকাশ করতে পারে। এদিন একাধিক কাজ আসতে পারে হাতে। সুবিধামতো সাজিয়ে নিন। অনেকদিন ধরে অপেক্ষার পরে এবার সাফল্য মিলতে পারে।


মিথুন রাশি- মনে কোনওরকম ঘৃণা পুষে রাখবেন না। রাগ বা ঘৃণা পুষে রাখলে তা আদতে আপনার ক্ষতি করবে। কারও সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে রাগের কারণে। কোনও কাজের জন্য কমিশন, রয়্যালটি থেকে আয় হতে পারে  


কর্কট রাশি- এদিন আত্মবিশ্বাসী থাকবেন আপনি। তারই জোরে সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। এদিন হঠাৎ হাতে চাকা আসতে পারে। তার জেরে যাবতীয় সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। ঘরের পরিবেশ চিন্তা কাটিয়ে ওঠার সহায়ক হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের জন্য চিন্তায় থাকবেন। 


সিংহ রাশি - বিনিয়োগের দিকে খেয়াল রাখুন। বিনিয়োগ করলে ভবিষ্যতে অর্থের চিন্তা কাটিয়ে উঠতে পারেন। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। সঙ্গীর থেকে অফুরন্ত ভালবাসা পাবেন। এদিন খেলা বা সিনেমা দেখে অবসর সময় কাটাতে পারেন। 


কন্যা রাশি- এদিন শরীরচর্চায় মন দিন। স্বাস্থ্য ভাল রাখতে সেদিকে মন দিতেই হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। তবে অতিরিক্ত খরচ করবেন না। কোনও বন্ধু আপনার থেকে সুযোগ নিতে পারেন। সেদিকে খেয়াল রাখুন। এদিন আপনার উফর অনেকের নজর থাকবে, সাফল্য পাবেন। 


তুলা রাশির - কোনও বন্ধুর ব্যবহারে দুঃখ পাবেন। তবে মাথা ঠান্ডা রাখুন। ইতিবাচক দিকে মন দিন, মন খারাপ করবেন না। সঙ্গীর সঙ্গে আর্থিক সমস্যা নিয়ে ঝামেলা হতে পারে। সন্তানের দিক থেকে উদ্বেগ আসতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। কোনওরকম অংশীদারি ব্যবসায় নামবেন না।


বৃশ্চিক রাশি - দ্রুত কোনও পদক্ষেপে দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারেন। পরিবারের বরিষ্ঠ কোনও সদস্যের থেকে মানসিক শক্তি মিলতে পারে। সঙ্গীর ব্যবহার আপনার মন ভাল রাখবে। দীর্ঘমেয়াদি লাভের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিন। কোথাও ভ্রমণের সুযোগ মিলতে পারে, তা থেকে লাভের যোগ রয়েছে। 


ধনু রাশি- বেশি চাপ নেবেন না। মন হালকা রাখুন। এদিন হঠাৎ খরচ বাড়তে পারে। পুরনো কোনও বন্ধুর দিকে সাহায্য মিলবে। কর্মক্ষেত্রে বেশি কথা বলবেন না। তা আদতে আপনার বিপক্ষে যাবে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ক্ষতির ঝুঁকি রয়েছে। সঙ্গীর সঙ্গে কোনও ঝামেলা হতে পারে।


মকর রাশি- ছোটখাট ভুল বোঝাবুঝি আলোচনা করে মিটিয়ে নিন। অর্থ এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা ছাড়া পদক্ষেপ করবেন না। এদিন নতুন কোনও কাজ শুরু করার জন্য ভাল। দাম্পত্যজীবনে ভাল কিছু ঘটতে পারে।


কুম্ভ রাশি- কাজের জন্য বাড়ির বাইরে অনেকক্ষণ কাটাতে হবে। লটরি বা শেয়ার সংক্রান্ত বিষয়ে লাভ পেতে পারেন আপনি। আপনার ব্যবহারে পরিবারের সদস্যরা খুশি থাকবেন। কোনও পরিচিতর কাছে ভুল করেও নিজের ব্যাপারে গোপন কথা প্রকাশ করবেন না। 


মীন রাশি- মনে অকারণ চিন্তাকে জায়গা দেবেন না। নেতিবাচক ধারণা মন থেকে সরিয়ে ফেলুন। জমি-বাড়ি কেনার আগে সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে কোনও কথা আলোচনার প্রয়োজন হলে তা আগেভাগেই সেরে ফেলুন। শিল্পক্ষেত্রের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা নিজের শিল্পসত্ত্বা প্রকাশের ভাল সুযোগ পাবেন।


ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।