কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৪ ফাল্গুন, ২৭ ফেব্রুয়ারি-


সূর্যোদয়- সকাল ৬টা ০৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩৫ মিনিট


কালবেলাদি- ৭:৩২, ৮:৫৮, ২:৪৩, ৪:৯


কালরাত্রি- ১০:১৬, ১১:০৫ 


যাত্রা- নেই, গতে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ, গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ, গতে মাত্র পূর্বে ও পশ্চিমে নিষেধ


শুভকাজ- নেই


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


আগামী ৭দিন এই ৪ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর্থিক ক্ষতি-স্বাস্থ্যের অবনতি হতে পারে !


২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। প্রতি সপ্তাহ কিছু রাশির জন্য খুব ভাল, আবার কিছু জনের খুব সাবধান হওয়া দরকার। এই ৪ রাশির জন্য এই সপ্তাহের আগামী দিনগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে কিছু পদক্ষেপ নিতে পারেন।


মিথুন- মিথুন রাশির জাতকরা অনেক ধরনের মানসিক চাপে থাকতে পারেন। আগামী কয়েকদিনে আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আর্থিক লেনদেন খুব সাবধানে করতে হবে। মানসিক সমস্যা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। প্রতিদিন হলুদ ফুল, চন্দন এবং মিষ্টি নিবেদন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করুন। এ ছাড়া নারায়ণ কবচ পাঠ করুন।


কর্কট রাশি- এই সপ্তাহে স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেক রেডিমেড কাজও নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে মন খারাপ থাকবে। এই সপ্তাহে বড় সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। জাতকদের মনোবল এই সপ্তাহে কম থাকবে। কর্মজীবনে এগিয়ে গিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন। পৈতৃক সম্পত্তি পেতে বাধার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারে। প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করুন।


তুলা রাশি- এই সপ্তাহে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগবেন। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কাঙ্ক্ষিত সাফল্য পেতে আপনাকে এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হতে পারে। চাকরিজীবীদের এই সাত দিনে বিশেষ যত্ন নিতে হবে। ভ্রমণ আপনার জন্য খুব ক্লান্তিকর প্রমাণিত হবে। এই সপ্তাহে আপনার খরচও বাড়তে পারে, যে কারণে আপনার বাজেট এলোমেলো হয়ে যেতে পারে।শুক্রবার দেবী লক্ষ্মীর যজ্ঞ করুন।


কুম্ভ- এই সপ্তাহে আলস্য ও অহংকার এড়িয়ে চলতে হবে। যে কোনও কাজ মুলতুবি রাখার অভ্যাস বড় ক্ষতির কারণ হতে পারে, তাই আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। এই সপ্তাহে কিছুটা মানসিক চাপে থাকতে পারেন। কর্মজীবনে অগ্রগতির জন্য, আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। শনিবার ঝাড়ুদারকে চা পাতা দান করা উচিত।


ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।