কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৯ মাঘ, ৩ ফেব্রুয়ারি-


সূর্যোদয়- সকাল ৬টা ২২ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ২১ মিনিট


বারবেলাদি- ৯:৭, ১১:৫১


কালরাত্রি- ৮:৩৬, ১০:১৪ 


যাত্রা- নেই


শুভকাজ- দেবগৃহারম্ভ, দেবগৃহপ্রবেশ, শিবপ্রতিষ্ঠা, বৃক্ষপ্রতিষ্ঠা, অন্নপ্রাশন, সাধভক্ষণ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-



  • মেষ- কোনও কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। অত্যধিক কাজের চাপে মানসিক ক্লান্তি। ব্যবসায় আচমকা পতন হওয়ার আশঙ্কা। নতুন পরিকল্পনায় উপার্জন বৃদ্ধি হতে পারে।

  • বৃষ- কাজের থেকে বিরতি নিয়ে প্রিয়জনদের সঙ্গে কাছেপিঠে ভ্রমণ হতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন। শিল্পীদের জন্য দিনটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে মতবিরোধের জেরে পদোন্নতি আটকে যেতে পারে।

  • মিথুন- প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা জরুরি। সঙ্গীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। পড়ুয়ারা উচ্চশিক্ষায় বিশেষ সুযোগ পেতে পারেন। 

  • কর্কট- আর্থিক পরিস্থিতিতে এখনই নজর দেওয়া প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী বিকল্প পরিকল্পনাও করে রাখা দরকার। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।

  • সিংহ- আচমকা কাজে কোনও বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। উপস্থিত বুদ্ধির অভাবে বিপদের মুখে পড়তে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা কেটে যেতে পারে।

  • কন্যা- সহকর্মীদের কূটচালে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে বিকল্প রাস্তা বেছে নেওয়া জরুরি। স্বাস্থ্য ভালো নাও যেতে পারে।

  • তুলা- সামান্য কোনও বিষয় নিয়ে বিবাদ না করাই শ্রেয়। মানসিক শান্তি বজায় রাখতে আধ্যাত্মিক কোনও স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। অংশীদারী ব্যবসায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা।

  • বৃশ্চিক- হাতছাড়া হওয়া বিষয় সম্পত্তি উদ্ধার করার জন্য আইনি রাস্তা বেছে নিতে হতে পারে। প্রবল দুঃখবোধ থেকে মানসিক অবসাদ দেখা দিতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগে লাভের সম্ভাবনা। অলসতার কারণে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।

  • ধনু- অপ্রত্যাশিতভাবে আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক কোনও সমস্যা কেটে যেতে পারে। বাক্যপ্রয়োগ ও ব্যবহারে সংযমের অভাবে বিপত্তি দেখা দিতে পারে। সপরিবারে তীর্থ ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

  • মকর- আয়ের নতুন পরিকল্পনা সফল হতে পারে। সঙ্গীর কাছ থেকে আচমকা মনের মতো উপহার পেতে পারেন। গাড়ি কিংবা নতুন বাড়ি ক্রয়ের শুভ যোগ রয়েছে। উপস্থিত বুদ্ধি দিয়ে বিপদ কেটে যেতে পারে।

  • কুম্ভ- অন্যমনস্কতায় বা উদাসীনতায় কর্মস্থলে বিপদের মুখে পড়ার সম্ভাবনা। একা কোথাও ভ্রমণ করার পরিকল্পনা হতে পারে। রাগ নিয়ন্ত্রণে না রাখলে বিপত্তির আশঙ্কা। স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

  • মীন- আজ নতুন কোনও প্রোজেক্টে কাজ না শুরু করাই শ্রেয়। যেকোনও পরিস্থিতিতেই ব্যবসায়ীদের অত্যন্ত সতর্ক থাকা দরকার। ব্যক্তিগত জীবন শান্তিপূর্ণভাবে কাটতে পারে। কর্মস্থলে জটিলতা কাটিয়ে সাফল্য লাভ।

  • ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।