করুণাময় সিংহ, সমীরণ পাল ও সোমনাথ দাস, পূর্ব বর্ধমান : ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম! কালীপটকা ফাটলেও সেন্ট্রাল টিম ! কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে, পূর্ব বর্ধমানের সভা থেকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ, অনিয়ম খতিয়ে দেখতে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরছে কেন্দ্রীয় দল। যা নিয়েও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি একশো দিনের কাজে রাজ্যের বরাদ্দ দেওয়ার কথা মনে করিয়েও সুর চড়ালেন তিনি।


রাজ্যে কেন্দ্রীয় দল, আক্রমণ মুখ্যমন্ত্রীর


প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, মিড ডে মিল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Team)। আর কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই দাপাদাপির মধ্য়েই বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে, ফের একবার ঝাঁঝাঁল আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর আক্রমণ, 'সেন্ট্রাল টিম পাঠাচ্ছ? ছারপোকা কামড়ালেও সেন্ট্রাল টিম। কালীপটকা ফাটালেও সেন্ট্রাল টিম। কারও বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও সেন্ট্রাল টিম। কে কী জামা-কাপড় পরেছে, তাই দিয়েও সেন্ট্রাল টিম। কে কোন জামা-কাপড় পরবে, সেটাও সেন্ট্রাল টিম। কে ডিম খাবে, নাকি আলুভাজা খাবে, তারজন্যও সেন্ট্রাল টিম।'


পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর আক্রমণ, '১০০দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে। আর তা নইলে জেনে রাখবে, বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।'


কেন্দ্রীয় দলের অনুসন্ধান জারি


বৃহস্পতিবার, মিড ডে মিল দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে মালদায় যায় কেন্দ্রের প্রতিনিধি দল। গাজোলের আলাল হাইস্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখেন কেন্দ্রীয় আধিকারিকরা। শ্য়ামসুখী গার্লস হাইস্কুলে গিয়ে, রীতিমতো হাতে নিয়ে পরখ করে দেখেন চাল-ডাল। ছবি তোলেন, খাবারের স্বাদ কেমন, জানতে চান পড়ুয়াদের কাছ থেকে পড়ুয়ারা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা, তাও খতিয়ে দেখে সেন্ট্রাল টিম।


অন্য়দিকে, উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত আমডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে আবাস তালিকার নথিপত্র খতিয়ে দেখে সেন্ট্রাল টিম। আবাস যোজনা প্রকল্পে যাঁরা ঘর পেয়েছেন, তাঁদের বাড়িগুলি ঘুরে দেখেন। সোনাডাঙা গ্রামে গিয়ে খতিয়ে দেখেন পুকুর খননের কাজ। এরপর এখান থেকে যান বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে খারাপ রাস্তা দেখে প্রশাসনিক কর্তাদের ওপর ক্ষোভ উগরে দেয় সেন্ট্রাল টিম। এরইমধ্যে কয়েকজন গ্রামবাসী কেন্দ্রীয় দলের কাছে অভাব অভিযোগের কথা জানাতে গেলে, প্রশাসনের আধিকারিকরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ।


আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের