কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৬ কার্তিক, ৩ নভেম্বর -


সূর্যোদয়- সকাল ৫টা ৪৬ মিনিট









বারবেলাদি - ৮:৩৪ গতে ১১:২১ মধ্যে


কালরাত্রি - ৮:৯ গতে ৯:৪৫ মধ্যে


যাত্রা - নেই, দিবা ৮:২০ গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ, রাত্রি ৮:৯ গতে পুনঃ যাত্রা নেই, রাত্রি ৯:৪৫ গতে পুনঃ যাত্রা শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ, রাত্রি ১২:২৫ গতে পুনঃ যাত্রা নেই


শুভকাজ- দিবা ৮:২০ গতে নামকরণ, ক্রয়বাণিজ্য, পুণ্যাহ, শান্তিস্বস্ত্যয়ন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ (Aries)- কাছের মানুষদের সঙ্গে ভাল সময় কাটবে। আগের থেকে আর্থিক অবস্থার উন্নতির যোগ। কাজের ক্ষেত্রে নতুন ভাল সুযোগ আসতে পারে। সবমিলিয়ে ভাল দিন কাটার সম্ভাবনা।


বৃষ (Taurus)- আর্থিকভাবে শুভ দিন। তবে ধৈর্য ও সাহস প্রয়োজন। পরিবারের কারোর সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা।  মাঝে বিভিন্ন কারণে আটকে থাকা বিভিন্ন কাজ সফল হতে পারে।


মিথুন (Gemini)- স্বাস্থ্যের প্রতি নজর দিন। ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটবে। কথাবার্তা বলার সময় খেয়াল রাখুন। কাউকে চটিয়ে ফেলতে পারেন ভেবে কথা না বললে।


কর্কট (Cancer) - আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। খারাপ সময় কাটার ইঙ্গিত। ফাটকা জাতীয় কোনও খেলায় ঝুঁকবেন না, আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। 


সিংহ (Leo) - মানসিক দ্বন্দ্ব ভোগাতে পারে। কাজের ব্যস্ততা থাকবে, সঙ্গে ভোগাতে পারে সিদ্ধান্তহীনতা। শান্ত মাথায় কাজ করার চেষ্টা করুন। কারোর থেকে কোনও পরামর্শ পেলে মেনে চলার আগে বিচার-বিবেচনা প্রয়োগ করা দরকার।


কন্যা (Virgo)- পরিবারের সঙ্গে সময় কাটান। বাড়তি উদ্যমে দিন কাটার সম্ভাবনা রয়েছে। ভোগাতে পারে স্বাস্থ্য। পেটের সমস্যার আশঙ্কা রয়েছে। খাওয়া-দাওয়ার দিকে তাই রাখুন বাড়তি নজর।


তুলা (Libra)- আনন্দ সংবাদ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মিটিয়ে ফেলার সম্ভাবনা। পরিবারের বয়স্ক কারোর সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। আগের ভুলভ্রান্তি নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না।


বৃশ্চিক (Scorpio)- প্রেমের ক্ষেত্রে শুভ দিন। তবে বাড়তি অর্থ খরচের যোগ রয়েছে। আইনি বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়।


ধনু (Sagittarius) - খানিক বিরতির খোঁজ করুন। কাজের ক্ষেত্রে বাড়তি বিলম্ব করতে গেলে অবশ্য হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। কেরিয়ার সংক্রান্ত কোনও ভাবনাচিন্তা ঘিরে পদক্ষেপ করার সময় এসেছে।


মকর (Capricorn)- সুযোগের সদব্যবহার করুন। নিজের আয় বাড়ানোর ক্ষেত্রে কাজ করুন। কঠোর পরিশ্রম করে আসার সুফলে শেষমেশ পেতে চলেছেন। আস্থা রাখুন নিজের ওপর।


কুম্ভ (Aquarius)- কাজের ব্যস্ততায় দিন কাটবে। বিবাহযোগ্যদের কাছে বিয়ের প্রস্তাব আসতে পারে। আটকে থাকা কোনও কাজের গেরো কেটে যেতে পারে।


মীন (Pieces)- নিজের যত্ন নিন। আস্থাযোগ্য কাছের লোকেদের সঙ্গে আলাপ-আলোচনা সারতে পারেন। মেডিটেশন করুন। অল্প ব্যায়াম শরীর-মনের জন্য দারুণ উপকারী হতে পারে।


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।