কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২০ মাঘ, ৪ ফেব্রুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ২১ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ২২ মিনিট
কালবেলাদি- ৭:৪৪, ১:১৪, ২:৩৭, ৩:৫৯, ৫:২২
কালরাত্রি- ৬:৫৯, ৪:৪৪, ৬:২১
যাত্রা- নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
প্রতিটি কাজে এগিয়ে, সাফল্য পাওয়ার পরই দম নেয় এই রাশির জাতক-জাতিকারা !
জ্যোতিষশাস্ত্রে (Astrology) ১২টি রাশির উল্লেখ রয়েছে। প্রতিটি রাশি (Zodiac) কোনও না কোনও গ্রহের (Planet) সঙ্গে সম্পর্কযুক্ত। এই গ্রহগুলি জাতক-জাতিকাদের জীবনকে প্রভাবিত করে। প্রতিটি রাশির জাতকদের নিজস্ব স্বভাব থাকে। গ্রহের অধিপতিরা জাতকদের উপর প্রভাব ফেলে। আর এই প্রভাবে কোনও কোনও রাশি সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। চলুন, কোন রাশির জাতক জাতিকা প্রতিটি কাজে এগিয়ে থাকে দেখে নেওয়া যাক।
কিছু রাশির মানুষ খুব সংবেদনশীল, রাগী হয়। আবার কিছু রাশির জাতকরা শান্ত, চতুর এবং বুদ্ধিমান হয়। এমনই কিছু রাশির জাতক-জাতিকা রয়েছে যারা প্রতিটি কাজেই শীর্ষে থাকে।
এই তালিকায় কারা রয়েছে ?
মেষ (Aries)- এই রাশির জাতক-জাতিকারা সহজে হাল ছেড়ে দেয় না এবং তাদের ব্যক্তিত্ব থাকে। এরা খুব সৃজনশীল হয়। খুবই নির্ভীক এবং সাহসী হয়। নির্ভরযোগ্যও।বৃষ (Taurus) : এই রাশির জাতক জাতিকারা সব কাজে এগিয়ে থাকে। এরা যে কাজ শুরু করে তা শেষ করেই থামে। স্বভাবগতভাবে, এরা একটু জেদি হয় এবং জয়ের জন্য মুখিয়ে থাকে। এদের ব্যক্তিত্বও আকর্ষণীয় হয়। এদের মূল্যবোধ থাকে এবং নীতির প্রতিও খুব দৃঢ়।কর্কট (Cancer) : রাশির জাতক জাতিকারা নীতি নিয়ে জীবনযাপন করে। এদের স্বভাব খুব নরম, কিন্তু বাইরে থেকে এরা খুব কড়া। এরা দক্ষ কূটনীতিক এবং বুদ্ধিমান হয়। কর্কট রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রম করে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। স্মৃতিশক্তিও শক্তিশালী হয়।তুলা (Libra)- এই রাশির জাতকরা সমাজে সম্মানীয়। দিনরাত এক করে সাফল্য পায়। তীক্ষ্ণ এবং কঠোর পরিশ্রমী হয়।বৃশ্চিক (Scorpio)- এই রাশির জাতকরা কখনো হাল ছাড়েন না। খুব অল্প বয়সেই সাফল্যের উঁচুতে পৌঁছে যায়। এরা হৃদয় ও মন উভয় দিক দিয়েই শক্তিশালী হয়। যে কাজই করার সিদ্ধান্ত নেয়, তাতে সাফল্য পাওয়ার পরই দম নেয়।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।