পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁর দাম্পত্যে ফাটল। বাঁকুড়া আদালতে (Bankura Court) বিবাহ বিচ্ছেদের মামলায় (Divorce Case) হাজিরা দিয়ে এমনই দাবি করলেন সৌমিত্র খাঁর (Soumitra Khan) স্ত্রী, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mandal)। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের জবাব, জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।


'ত্রিকোণ' অভিযোগ সুজাতার


ত্রিকোণ সম্পর্কের অভিযোগ ! আর তাকে কেন্দ্র করে ফের চর্চায় দুই রাজনীতিক দম্পতির সম্পর্কের রসায়ন, বর্তমানে যাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিতে এসেছিলেন বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁ ও তৃণমূল (TMC) নেত্রী সুজাতা মণ্ডল। সেখানেই সুজাতা  দাবি করেন, ত্রিকোণ টানাপোড়েনের কারণেই তাঁর সঙ্গে সৌমিত্রর বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জেনে ফেলায়, তিনি হুমকি ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ করেছেন সুজাতা। তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলের অভিযোগ, 'আমি থাকতে থাকতে আমার স্বামী, অন্য নারীকে নিয়ে ঘর বাঁধা শুরু করেছে।' 


সুজাতার অভিযোগ, 'উনি নাকি সংবিধান প্রণেতা ! উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট! যিনি ডিভোর্স না হয়েও পেজে লিখে রাখেন ডাইভোর্সড ! আজকে আমার মনে হল, তিনি যে তৃতীয় নারীকে আমি থাকতে থাকতে ঢুকিয়েছেন, যার জন্য উনি ডিভোর্সের অ্যাপ্লাই করলেন, প্রথম তো উনিই ডিভোর্সের অ্যাপ্লাই করেছিলেন, ২০২২ এর ২৩ জানুয়ারি। আমার মনে হল ঠিক আছে, তুমি তো ঠকালে। ওপরওয়ালা বিচারটা করবে।'


পাত্তা দিতে নারাজ সৌমিত্র


যদিও সুজাতার কোনও অভিযোগেই আমল দিতে চাননি সৌমিত্র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বক্তব্য, 'জীবন থেমে থাকে না। জীবন এগিয়ে যায় নদীর জলের মতো।' সৌমিত্রের আরও বক্তব্য, 'কার কী অভিযোগ, আমার এসব দেখে লাভ নেই। বিষ্ণুপুর লোকসভার মানুষের কাজ করছি, ব্য়স্। মানুষের কাজ করে যাই। আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কে কী বলল, আমি ভাবি না।'


ভোটের মাঝে ভাঙন


গত বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে! স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই, লাইভ সাংবাদিক বৈঠকে, চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী-ও! রাজনীতিক দম্পতির সম্পর্কে এই ফাটলের কারণ হিসেবে রাজনৈতিক টানাপোড়েনই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু লোকসভা ভোটের আগে যখন আর এক বছর মতো বাকি, দুয়রে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট, তখন সুজাতার নতুন অভিযোগ বিতর্কে নতুন মাত্রা যোগ করল।


২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণুপুরের সৌমিত্র ও বড়জোড়ার সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরোন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দু'জনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে। এখন তা আরও তিক্ত চেহারা নিল।


আরও পড়ুন- স্বাস্থ্য সাথীর জন্য আবেদনের তথ্য হাতিয়ে ভুয়ো অ্যাকাউন্ট, ঘুরপথে অনুব্রত-র কাছে টাকা! বিস্ফোরক দাবি CBI-র