কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২২ ফাল্গুন, ৭ মার্চ-


সূর্যোদয়- সকাল ৫টা ৫৯ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩৮ মিনিট


কালবেলাদি- ৭:২৭, ৮:৫৪, ১:১৬, ২:৪৪


কালরাত্রি- ৭:১১, ৮:৪৪,  


যাত্রা- নেই


শুভকাজ- দীক্ষা, সীমন্তোন্নয়ন


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ- পুরনো কোনও সমস্যার কারণে মানসিক চাপ থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। নানা রকম কার্যকলাপের জন্য ভাল দিন। কোনও পুরনো প্রজেক্ট নিয়ে প্ল্যান করতে পারেন। অবসর সময় কোনও ভাল কাজে লাগান।


বৃষ- কোনও সৃজনশীল কাজে মন দিন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। পুরনো সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। কর্মস্থলে ভালো খবর পাওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন সুন্দর হবে।


মিথুন- কোনও ধর্মীয় স্থান পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা। বিনিয়োগে অর্থ উপার্জনের সম্ভাবনা। প্রেমের সম্পর্ক আনন্দদায়ক হবে। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে।


কর্কট- কোনও কঠিন কাজ করতে সফল হবেন। মানসিক শান্তি বজায় থাকবে। কোনও ভাল খবর পাবেন। যে কোনও পরিস্থিতিতে সঙ্গীর সাহায্য পাবেন।


সিংহ- আজ যে কোনও কাজে সাফল্য আসবে। আলস্য থাকবে দিনভর। যে কাজ করতে ভাল লাগে সেটা করুন। আর্থিক সাফল্য বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ।


কন্যা- আজ আত্ম-উপলব্ধির দিন। ইতিবাচক ভাবনা বজায় থাকবে। অনেক প্রচেষ্টা ছাড়াই অন্যদের দৃষ্টি আকর্ষণ করবেন। নতুন উদ্যোগ তৈরি করতে পারবেন।  বিবাহিত জীবন সুন্দর হবে।


তুলা- শরীর এবং মন উভয়ের জন্য যোগব্যায়াম করা উপকারী। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটবে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করুন। বিনিয়োগে সন্তানের সাহায্য পাবেন।


বৃশ্চিক- কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিন।  কর্মক্ষেত্র অবশিষ্ট কাজ সম্পন্ন করতে পারবেন। পরিবারের জন্য মানসিক চাপ বাড়তে পারে।  


ধনু- সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা। কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা। আগের কোনও বিনিয়োগে লাভের সম্ভাবনা। বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য চিন্তার কারণ। সঙ্গী আপনার কথায় আঘাত পেতে পারেন।


মকর- বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তা। নিজের ভুলগুলি নজর করতে হবে। কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা।  পছন্দের কাজ করে প্রত্যাশার থেকে বেশি লাভ পাবে। বহিরাগতদের কারণে বৈবাহিক জীবনে অশান্তি বাড়বে।


কুম্ভ- ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। বাড়িতে অতিথি আগমন। আর্থিক পরিস্থিতির উন্নতি। আবেগ নিয়ে কাজ করলে তা আপনার জন্য লাভজনক হবে।


মীন- আপানার দয়ালু স্বভাবে খুশির বাতাবরণ থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি। আত্মীয়র সঙ্গে যোগাযোগের সম্ভাবনা। সন্ধেবেলা কিছু প্ল্যান করুন।


ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।