কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২০ ভাদ্র, ৭ সেপ্টেম্বর -


সূর্যোদয়- সকাল ৫টা ২৪ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫টা ৪৮ মিনিট


কালবেলাদি- ২:৪২ গতে ৫:৪৮ মধ্যে


কালরাত্রি- ১১:৩৬ গতে ১:৩ মধ্যে 


যাত্রা- নেই, দিবা ৭:৫৮ গতে যাত্রা মধ্যম দক্ষিণে ও পশ্চিমে নিষেধ, দিবা ২:৪২ গতে পুনঃ যাত্রা নেই, সন্ধে ৫:৪৮ গতে যাত্রা শুভ দক্ষিণে ঈশানে ও বায়ুকোণে নিষেধ, রাত্রি ৮:৫ গতে পুনঃ যাত্রা নেই।


শুভকাজ- দিবা ৩:১৯ মধ্যে দীক্ষা, দিবা ৭:৫৮ গতে ২:৪২ মধ্যে (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন) নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন(অতিরিক্ত বিবাহ)


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল


মেষ- এদিন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। চাকরিজীবিদের একটু সাবধান হওয়া প্রয়োজন। কোনও বিশেষ ব্যক্তি প্রতারণা করতে পরে। এদিন কারও সঙ্গে কোনও ধরনের অর্থ লেনদেন করবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।


বৃষ- দিনটি ভাল যাবে, শান্তিপূর্ণ কাটবে দিনটি। পরিবারে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ইতিবাটক পরিবেশ বজায় থাকবে। ছোটখাট কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবস্য়ায়ীদের জন্য শুভ দিন।


মিথুন- এদিন কাজের চাপে ক্লান্তি আসতে পারে। কাজের মাঝে বিশ্রাম নিতে ভুলবেন না। মন শান্ত করতে বই পড়তে পারেন। জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলার রায় আপনার পক্ষে যেতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।


কর্কট- নানা কাজের কারণে ব্যস্ততার মধ্যে কাটবে দিনটি। কঠোর পরিশ্রম করলে সব কাজ সময়ে শেষ হবে। চাকরিজীবীদের জন্য দিনটি ভাল যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবে।


সিংহ- ব্যবসায়ীদের জন্য় দিনটি ভাল যাবে। ব্য়বসা সম্পর্কিত ভাল কোনও খবর পেতে পারেন। মন ভাল থাকবে। এদিন কোনও আর্থিক সুবিধা পেতে পারেন।  আপনার সঙ্গী আপনার সঙ্গে ভাল ব্য়বহার করতে পারেন। পড়াশোনার ব্যাপারে মনোযোগ দেবেন।  


কন্যা- পরিবারের সঙ্গে কোথাও যেতে পারেন। তেমনটা করলে মনে শান্ত থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন। পুরনো কথা আলোচনায় উঠে আসবে। আড্ডার কারণে মন ভাল থাকবে।  


তুলা- পরিবারে কোনও সমস্যা হলে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। পারিবারিক বিবাদ থেকে দূরে থাকতে হবে। এড়িয়ে যেতে পারলে বিতর্ক কমে যাবে। পরিশ্রম দিয়ে মানুষকে জবাব দিন।


বৃশ্চিক- এদিনটি বিশেষ হতে চলেছে। পারিবারিক বিবাদে জড়াবেন না। ব্য়বসায়ীরা সতর্ক থাকবেন। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করলে সহজেই ব্য়বসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।


ধনু- এদিন কোনও সুসংবাদ পেতে পারেন। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। কঠোর পরিশ্রম করতে পারেন। পরিশ্রম করলে তার ফল মিলবেই। পেট বা মাথা ব্যথা সংক্রান্ত কোনও সমস্যায় পড়তে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।


মকর- দিনভর ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। এমন কোনও কাজের দায়িত্ব পড়তে পারে যাতে কাজের চাপ বাড়বে। সর্তক হয়ে চলুন এদিন। অফিসের কাজ পূর্ণ নিষ্ঠার সঙ্গে করুন। কোনওরকম ভুল এড়িয়ে চলুন। সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।


কুম্ভ- যে কাজই করবেন তাতে সাফল্য অর্জন করবেন। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, অকারণে কোনও তর্ক করবেন না। নয়তো তা কাজে প্রভাব ফেলবে। অকারণ কাজে ব্যস্ত হলে সময় ও অর্থ দুটোই নষ্ট হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।


মীন- দিনটি ভাল যাবে, কোনওকারণে খুশি থাকবেন। পরিবারের কোনও সদস্যের ভবিষ্যত নিয়ে উদ্বেগে থাকতে পারেন। কজের ক্ষেত্রে অনেক বাধা আসবে তবে সাহস হারাবেন না। পরিবারে অতিথির আগমন হতে পারে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)