কলকাতা:  একটি অ্যাপ ডাউনলোড করতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)!ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় আরও এক অভিনেত্রীকে তলব করল ইডি। দেশের নাম বদল। আর তাই নিয়ে তোলপাড় গোটা দেশই।এই প্রসঙ্গে ট্যুইট করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় আরও এক অভিনেত্রীকে তলব করল ইডি। নুসরত জাহানের (Nusrat Jahan) পরে, অভিনেত্রী রূপলেখা মিত্রকে (Ruplekha Mitra) তলব করল ইডি। সূত্রের খবর, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে'র ডিরেক্টর পদে ছিলেন রূপলেখা। আগামী সপ্তাহেই রূপলেখাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার আরও দুই ডিরেক্টর নুসরত জাহান, রাকেশ সিংহকেও তলব করেছে ইডি। 


জন্মদিন কেটেছিল অসুস্থতায়, আর তার মধ্যেই লক্ষাধিক টাকা খোয়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। একটি অ্যাপ ডাউনলোড করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আজ শ্রীলেখা লিখেছেন, 'জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। তার কারণ, জন্মদিনের আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকা লোপাট হল। এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। so beware, please do not download any app or open any link without knowing. নিজেকে চালাক নয়, বুদ্ধিমতী ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।'


কলকাতা-সহ দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে 'জওয়ান।' স্বাভাবিকভাবেই দেশজুড়ে ভক্তদের রাতভোর ঘুম হবে না। বুকধুকপুক নিয়ে কাউন্টডাউন অনুরাগীদের। তবে 'জওয়ান' মুক্তির আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে যান শাহরুখ খান। কলকাতায় জওয়ানের ফার্সট শো কটায় দেখানো হবে ? কোথায় এবং কীভাবেই বা টিকিট বুক করবেন ? আজ্ঞে হ্যাঁ, তবে আর দেরি কেন ? কনে দেখা হল আলোয় দেখুন এক নজরে। কলকাতায় (হিন্দি) আইম্যাক্স ৩ ডি ফার্সট শো সকাল ৫:৩৫ নাগাদ (Imax 3D First Show 5:35 AM),  মিরাজ সিনেমা নিউটাউন কলকাতাতে ২ডি ফার্সট শো সকাল ৫ নাগাদ (2D first Show 5 AM -Miraj Cinema Newtown Kolkata) 'জওয়ান' দেখতে পাওয়া যাবে। তামিল ভাষায় (Tamil) মিরাজ সিনেমা নিউটাউন কলকাতাতে ২ডি ফার্সট শো সকাল সাড়ে ৬টা নাগাদ দেখতে পাওয়া যাবে (2D First Show 6:30 AM-Miraj Cinema Newtown Kolkata)। আপনি Book My Show অ্যাপের মাধ্য়মে অনলাইনে টিকিট বুক করতে পারবেন। 


সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবির সফর শুরু হয়ে সেই বাড়ি থেকে, যেখানে শেষ হয়েছিল 'বাইশে শ্রাবণ' (22 Se Shrabon) ছবির গল্পটা।  যদিও এই গল্প 'বাইশে শ্রাবণ' -এর সিক্যুয়াল নয়, প্রিক্যুয়াল। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আজ যেমন একদিকে মুক্তি পেল 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবির পোস্টার, অন্যদিকে প্রকাশ্যে আনা হল চরিত্রদের লুকও। আজ যে পোস্টার প্রকাশ্যে আনা হল, সেখানে যেমন চরিত্রদের ঝলক রইল, তেমনই দেখা গেল 'দশম অবতার' অর্থাৎ শাস্ত্রের ১০টি অবতারের ছবিও। ভগবান বিষ্ণুর ১০টি অবতার, অর্থাৎ ভগবান রাম (তীর-ধনুক), মৎস, নরসিংহ, পরশুরাম, ভগবান বুদ্ধ ও অন্যান্য অবতারগুলি। পোস্টারে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য।


দেশের নাম বদল! আর তাই নিয়ে তোলপাড় গোটা দেশই! বিষয়টা ইতিমধ্যেই সবাই জানা। 'ইন্ডিয়া' (India) বাদ দিয়ে এদেশের নাম কি 'ভারত' (Bharat) হতে চলেছে, এই প্রশ্নে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। অনেকেরই মনে ঘুরছে, মোদি সরকার (Modi Govt) কি এবার দেশের নামই বদলে দেবে? কিন্তু এই জল্পনার শুরু ঠিক কোথায়? এই প্রসঙ্গে ভিন্ন সুর শোনা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের গলায়। গতকালই নিজের 'এক্স' অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তিনি লেখেন, 'ভারত মাতা কি জয়'। সেই সঙ্গে তেরঙ্গার ইমোজি ও কমলা ফ্ল্যাগ ইমোজি দেন।


আরও পড়ুন, 'জওয়ান'-র জন্য গোটা থিয়েটার বুক করল শাহরুখের ফ্যান ক্লাব


এই প্রসঙ্গে ট্যুইট করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি ইতিহাসের কথা টেনে নিয়ে এসে বলেন, 'এই নামটাকে এত ভালবাসার কী আছে? ওরা সিন্ধু উচ্চারণ করতে পারত না বলে ইন্দাস করে দিয়েছিল। সেখান থেকে হিন্দোস এবং এমনই গোলমাল করে ইন্ডিয়া নামটির উদ্ভব। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমস্ত সাম্রাজ্য যখন এক ছাতার তলায় আসে, তাকে বলা হয়েছিল ভারত। আমাদের ব্রিটিশরা রেড ইন্ডিয়ান বলত যার অর্থ দাস! ইন্ডিয়া ব্রিটিশদের দেওয়া নাম। পুরনো অভিধানে ভারত নামের অর্থ ছিল দাস। পরবর্তীতে সেটা বদলানো হয়। আমরা ভারতীয়, ইন্ডিয়ান নয়।'