Astro Tips: তৈরি হচ্ছে গ্রহ গোচর যোগ ! ৬ রাশির জীবনে আসতে চলেছে সম্পদের জোয়ার

১৫ মে সূর্য রাশিচক্রের মেষ রাশিতে প্রবেশ করবে। ৩০ মে শুক্র প্রবেশ করবে কর্কটে। ফলে আগামী ১৮ দিন ৬ রাশির জীবনে সুসময় আসন্ন।

Continues below advertisement

জ্যোতিষশাস্ত্রে, গ্রহের গতিবিধি পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি ১২টি রাশির মানুষের উপর একটি বড় প্রভাব ফেলে। মে মাসে খুব গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিট ঘটতে চলেছে। যার জেরে একাধিক রাশি এর সুবিধা পাবে। 

Continues below advertisement

 ১৫ মে সূর্য রাশিচক্রের মেষ রাশিতে প্রবেশ করবে। ৩০ মে শুক্র প্রবেশ করবে কর্কটে। ফলে আগামী ১৮ দিন ৬ রাশির জীবনে সুসময় আসন্ন। মানসিক শান্তি থেকে সম্পদের শ্রীবৃদ্ধি হবে এই গ্রহ গোচরে। তাই এই সময়টি জীবনে সঠিকভাবে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। 

বৃষ রাশি- মানসিক শান্তি থাকবে। আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে সুষ্ঠুভাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। বন্ধুরা সাহায্য করবে। আপনার কাজ সম্মান পাবে। চাকরিতে অগ্রগতি হবে। টাকা বৃদ্ধির সম্ভাবনা। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা প্রবল।

সিংহ রাশি- খুব বেশি আবেগপ্রবণ হবেন না। নতুন চাকরিতে যোগ দিতে পারেন। আয় বাড়বে। পড়া লেখার কাজ ভালো যাবে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। 

তুলা রাশি- আত্মবিশ্বাস বাড়বে। লেখালেখি ও কাজের মাধ্যমে সম্মান পাবেন। নতুন জামাকাপড়, মেক-আপ, সুযোগ-সুবিধা সংক্রান্ত জিনিস কেনার প্রতি আগ্রহী হবেন। কোনো ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে। 

বৃশ্চিক রাশি- আপনার কাজ সম্মান পাবে। আপনার কথার মাধুর্য মানুষের মন জয় করবে। আয় বাড়বে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন। 

ধনু রাশি- চাকরিতে উচ্চ পদ পেতে পারেন। বেতন বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। স্থান পরিবর্তনও হতে পারে। সব মিলিয়ে পরিশ্রম ও দৌড়ঝাঁপ থাকবেই, তবে তার ফলও পাওয়া যাবে। 

কুম্ভ রাশি - সম্পত্তি থেকে আয় হতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। আপনার পদ বা দায়িত্ব বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ব্যয় বাড়বে কিন্তু আয়ও বাড়বে। 

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার 
আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।     

কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন - 

ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share                           

ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share                    

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola