কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ২ চৈত্র, ১৬ মার্চ -


সূর্যোদয় - সকাল ৫টা ৫১ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৫টা ৪২ মিনিট


কালবেলাদি - ৭:২০ মধ্যে ও ১:১৫ গতে ২;৪৪ মধ্যে ও ৪:১৩ গতে ৫:৪২ মধ্যে 


কালরাত্রি - ৭:১৩ মধ্যে ও ৪:২০ গতে ৫:৫০ মধ্যে


যাত্রা - নেই, দিবা ৭:২০ গতে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ, রাত্রি ৯:৭ গতে পুনঃ যাত্রা নেই


শুভকাজ- দিবা ৭:২০ গতে অপরাহ্ন ৪:১৩ মধ্যে বিপণ্যারম্ভ


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ রাশি (Aries)- কাজের জায়গায় কারও সঙ্গে তর্ক হতে পারে। বুদ্ধি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। ব্যবসায়ীরা মন্দার মুখে পড়তে পারেন। এই নিয়ে চিন্তিত হলে অভিজ্ঞ কারও সঙ্গে পরামর্শ করতে পারেন। তাহলে সমস্যার দ্রুত সমাধান হতে পারে। বাড়ির আর্থিক অবস্থাকে মজবুত করতে হবে, হঠাৎ করে বড় কোনও খরচ দেখা যেতে পারে, সেক্ষেত্রে চিন্তা বাড়বে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।  


বৃষ রাশি (Taurus)- কর্মক্ষেত্রে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে আপনার বেতনও বাড়তে পারে। এদিন শর্টকাট পদ্ধতিতে কাজ করা এড়ান। ব্যবসা সম্প্রসারণ করার আগে সরকারি নিয়মের কথা মাথায় রাখুন। সোশ্যাল মিডিয়ায় পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। চড়া গলায় কারও সঙ্গে কথা বলবেন না। স্বাস্থ্য সংক্রান্ত সমস্য়া নিয়ে সতর্ক হোন।  


মিথুন রাশি (Gemini) - এদিন একটু সতর্ক থাকুন। যাঁরা অফিসে তথ্য পরিচালনা করেন তাঁরা সাবধানে থাকুন। নিজের তথ্য সাবধানে রাখুন। যে কোনও সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ব্যবসায়ীরা তাঁদের কোনও কাজ বন্ধ থাকলেও চিন্তা করবেন না। বন্ধ থাকা কাজ আবার শুরু হবে। কারও সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে আসুন। এদিন বাড়ির পরিবেশ ইতিবাচক হবে। পরিবারের সঙ্গে সময় কাটান।


কর্কট রাশি (Cancer)- কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করুন। কাজ ভুল হলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তেমন হবে বিরোধীরা সেই সুযোগ নেবে। ওষুধ ব্যবসায়ীরা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করবেন না। ভিত্তিহীন অভিযোগে ফেঁসে যেতে পারেন। পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ। 


সিংহ রাশি  (Leo)- অফিসের কাজের জন্য প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবতে পারেন, আপনার ভাল সময় যাচ্ছে। ব্যবসায়ীরা কর্মীদের সঙ্গে ভাল আচরণ করুন। ভবিষ্য়ত পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকতে পারেন তরুণরা। ভ্রমণের সময় সহযাত্রীকে খুব বেশি বিশ্বাস করবেন না। স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয়। 


কন্যা রাশি (Virgo)- বড় কোনও সংস্থায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারেন। সেখানে আপনি চাকরিও পেতে পারেন। ব্যবসায়ীরা টাকা লেনদেন নিয়ে সতর্ক থাকুন। অর্থের ক্ষেত্রে কোনও বিষয় উপেক্ষা করলে ব্যাপক ক্ষতি হতে পারে। তরুণরা প্রতিকূল পরিস্থিতি জন্য নিজেকে প্রস্তুত রাখুন। স্বাস্থ্যের যত্ন রাখুন।


তুলা রাশি (Libra) - কাজের জায়গায় নিজের বুদ্ধির প্রয়োগ করুন। কাজে দেবে। ব্যবসায়ীরা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। নয়তো ঋণ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। তরুণরা পরীক্ষা প্রস্তুতি ভাল করে নিন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। অবশ্য প্রয়োজনীয় জিনিস কিনতে কার্পণ্য করবেন না। 


বৃশ্চিক রাশি (Scorpio)- অফিসে চাপ বাড়তে পারে। যাঁরা সফটঅয়্যার ইঞ্জিনিয়ার তাঁদের চাপ বাড়তে পারে। ভালভাবে কাজ করা একটি চ্যালেঞ্জ হতে পারে। বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসা যাঁরা করেন তাঁরা লাভের মুখ দেখবেন। গ্রাহক সংখ্যা বাড়নো গুরুত্বপূর্ণ। 


ধনু রাশি (Sagittarius) - আপনার অফিসে ভ্রমণের সুবিধা পেতে পারেন। এছাড়াও, আপনার উর্ধ্বতনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে, তাঁরা আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে এবং আপনার বেতন বৃদ্ধি করতে পারে। সম্পত্তি লেনদেনের ব্যবসা করা ব্যক্তিদের জন্য ভাল সময় হবে। আপনি যদি কিছু নতুন কাজ শুরু করতে চান তবে আপনি আপনার পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।  


মকর রাশি (Capricorn) - এদিন কিছুটা ঝামেলা হতে পারে। অফিসের কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীরা ভাগ্যের সহায়তা পাবেন। যে কাজটি করবেন তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন। অজানা ব্যক্তিকে খুব বেশি বিশ্বাস করা উচিত নয়। বাড়ির কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে, তবে যত তাড়াতাড়ি সম্ভব তা শেষ করার চেষ্টা করুন।  


কুম্ভ রাশি (Aquarius) -  অফিসের কাজে প্রযুক্তি ব্যবহার করুন। কাজের মান আরও ভাল হতে পারে যার কারণে আপনি প্রশংসা পেতে পারেন। অংশীদারি ব্যবসা করার প্রস্তাব পেতে পারেন। সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নিন। নয়তো প্রতারিত হতে পারেন। বাড়ির ছোট বাচ্চাদের নির্দেশ না দিয়ে তাঁদের সঙ্গে ভালোবেসে কথা বললে ভাল হয়। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।


মীন রাশি (Pisces) - অফিসে জুনিয়র এবং সিনিয়ররা উভয়েই সমর্থন করবে। মনোবল অনেক বেশি থাকবে। ব্যবসায়ী যাঁরা অংশীদারি ব্যবসা করেন, তাহলে প্রথমে আলোচনা করে নিন। তারপরে একটি নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগ করুন নয়তো সঙ্গী আপনাকে প্রতারণা করতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনার দিকে আরও মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে।