কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১৭ চৈত্র, ৩১ মার্চ - 


সূর্যোদয় - সকাল ৫টা ৩৬ মিনিট


সূর্যাস্ত - সন্ধে ৫টা ৪৮ মিনিট


বারবেলাদি - ১০:১০ গতে ১:১৩ মধ্যে


কালরাত্রি - ১:১০ গতে ২:৩৯ মধ্যে


যাত্রা - নেই, রাত্রি ৭:১৪ গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ


শুভকাজ- নেই 


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-


মেষ রাশি (Aries Horoscope)- ধর্মীয় কাজের মাধ্যমে পরিচিতি পাবেন। দানধ্যানের কাজে আর্থিক সহায়তা। বন্ধুদের থেকে সহায়তা পাবেন। কাজে তাড়াহুড়ো করবেন না। বন্ধুদের সঙ্গে মজা করে সময় কাটাতে পারেন। ব্যবসার কারণে যদি টাকা ধার নিয়ে থাকেন, তাহলে তা শোধ করে দিতে সক্ষম হবেন। সন্ধেয় অনেকটা টাকা বিলাসিতার পিছনে খরচ হতে পারে।


বৃষ রাশি (Taurus Horoscope)- কাজের প্রশংসা পাবেন। অন্যের ঘাড়ে কাজ চাপিয়ে দেওয়া উচিত হবে না। তাতে ভুল বোঝাবুঝি হতে পারে। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা নতুন পদ পেতে পারেন। নিজের চাহিদা মেটাতে প্রচুর টাকা খরচ করবেন। গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। স্টক মার্কেটে বিনিয়োগের আগে ভাল করে চিন্তা করে নিন। যদি কোনো প্রকল্পে চিন্তাভাবনা না করে বিনিয়োগ করেন, তাতে ক্ষতির মুখে পড়তে পারেন।


মিথুন রাশি (Gemini Horoscope)- রবিবার দিনটি চাপের হতে পারে আপনার কাছে। নিজের থেকে অন্যের কাজে বেশি মন দেবেন। যদি কোনো বিবাদের মাঝে পড়ে যান, তাহলে কথা বলার আগে ভাল করে ভাবুন। আরামের জন্য বিলাসিতার জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। সন্তানদের কাছে করা প্রতিশ্রুতি পালন করতে হবে। কাউকে টাকা ধার দেবেন না। জীবনসঙ্গীর উপদেশ আপনার উপকারে আসবে। পরিবারের কেউ অসুস্থ থাকলে তাঁর অসুস্থতা কিছুটা কমতে পারে।


কর্কট রাশি (Cancer Horoscope)- দিনটি মোটামুটি ফলপ্রসূ হবে। পারিবারিক কাজে অল্পবিস্তর সমস্যা। সাবধানে গাড়ি চালাতে হবে। যদি কারো পরামর্শে কোনো কাজ করেন, তাতে ক্ষতি হতে পারে। পারিবারিক কোনো অনুষ্ঠানের কারণে বাড়ির পরিবেশ থাকবে আনন্দে ভরপুর। ভাই-বোনদের কথায় আঘাত পেতে পারেন। যাঁরা সরকারি কাজের চেষ্টা করছেন, তাঁদের চেষ্টায় ত্রুটি রাখলে হবে না। 


সিংহ রাশি (Leo Horoscope)- সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার জেরে উপকৃত হবেন। ইতিবাচক মানসিকতা রাখুন। কাজে পরিবর্তন আনলে, তা যত্ন সহকারে করুন। বিলাসিতার কাজে তাৎপর্যপূর্ণ খরচ হতে পারে। সন্তানদের প্রতি দায়িত্ব পালনে সক্ষম হবেন। কাউকে টাকা ধার দেবেন না। বাবা-মায়ের কাছ থেকে উপদেশ পেলে ঝুলে থাকা কাজ শেষ করতে পারবেন।


কন্যা রাশি (Virgo Horoscope)- আপনাকে কেন্দ্র করে বিবাদ হতে পারে। তাই শান্ত থাকুন। সহকর্মীরা আপনার কাজে সন্তুষ্ট হবেন। যার জেরে প্রোমোশনও পেতে পারেন। অপ্রয়োজনীয় বিবাদের জেরে বিরক্ত বোধ করতে পারেন। কোনো বিষয়ে যদি চাপ বোধ করেন, তাহলে তার সমাধান করার চেষ্টা করা উচিত। সন্তানরা আপনার প্রত্যাশা পূরণ করতে পারবেন। নতুন প্রকল্পে টাকা বিনিয়োগ করলে উপকৃত হতে পারেন।


তুলা রাশি (Libra Horoscope)- বিভ্রান্তির দিন। গতিশীল গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। কোনো কাজে কাছেপিঠে কোথাও যেতে পারেন। যার জেরে আপনি উপকৃত হবেন। আপনার কথায় আপনার মা হতাশ থাকতে পারেন। আশপাশের মানুষদের থেকে সতর্ক থাকুন। সরকারি প্রকল্পে চিন্তাভাবনা করে টাকা বিনিয়োগের কথা ভাবুন। বাবার সঙ্গে খুব আন্তরিক আলোচনার সুযোগ হতে পারে।


বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)- এদিন কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে পারেন। কাজে বাধা আসতে পারে। যার জেরে দেরি হয়ে যাবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। কারণ, নতুন রোগ দেখা দিতে পারে। সম্পত্তি-সংক্রান্ত বিষয় মাথাব্যথার কারণ হতে পারে। যুগলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। মজার জন্য বন্ধুর সঙ্গে কিছু সময় কাটান।


ধনু রাশি (Sagittarius Horoscope)- আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করা উচিত। প্রোমোশন পেয়ে সন্তুষ্ট হতে পারেন। পরিবারে কোনো পার্টির আয়োজন হতে পারে। নিজের কাজ মনযোগ দিন। ছোটদের চাহিদা মেটানোর চেষ্টা করুন। তারা এমন কিছু চাইতে পারে, যা আপনার পূরণ করা উচিত। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। বাবা-মায়ের আশীর্বাদে ঝুলে থাকা কোনো কাজ সম্পূর্ণ হতে পারে।


মকর রাশি (Capricorn Horoscope)- আশপাশের শত্রুদের চিনে নেওয়ার দিন। জীবনসঙ্গীকে শপিং বা এজাতীয় কিছুতে নিয়ে যেতে পারেন। আর্থিক পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন। যদিও আপনি সেই চিন্তা পরিবারের সদস্যদের দেখাবেন না। পরিবারের সদস্যরা আপনার সঙ্গে সহমত হবেন। যোগ্যরা বিয়ের উপযুক্ত প্রস্তাব পাবেন। কোনো প্রকল্পে বিনিয়োগের আগে ভাল করে ভেবে নিন।


কুম্ভ রাশি (Aquarius Horoscope)- এদিন অল্পবিস্তর চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। দ্রুতগামী গাড়ি চালানোর সময় সতর্ক হোন। কোনো কাজে ছোটখাট ভ্রমণে যেতে পারেন। আপনি এমন কিছু বলবেন যা আপনার মা-কে হতাশ করতে পারে। সরকারি স্কিমে বিনিয়োগের আগে ভেবেচিন্তে দেখুন। বাবার সঙ্গে আন্তরিক আলোচনার সুযোগ পেতে পারেন।


মীন রাশি (Pisces Horoscope)- সন্তানদের বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। যাতে তাদের উদ্বেগের কারণ জানা যায়। যাঁরা রাজনীতিতে আগ্রহী, তাঁরা কাজে মন দেবেন। যাতে ভাবমূর্তি উজ্জ্বল করা যায়। কারো সঙ্গে কথোপকথনের সময় কৌশলে কথা বলতে হবে। অন্যথা তাঁকে আঘাত করে ফেলার সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় ভাল করার জন্য ছাত্রদের পড়াশোনায় মন দিতে হবে।