রুমা পাল ও শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দেশজুড়ে বিজেপি (BJP) বিরোধী দলগুলিকে নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024)  লড়ার প্রস্তুতি কয়েকমাস আগে থেকেই শুরু করে দিয়েছিল কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM)-সহ মোট ২৭টি বিরোধী দল। কিন্তু, লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোটের অন্দরে কোন্দল আসছে প্রকাশ্যে। দেশজুড়ে প্রতি পদে তার প্রমাণ চোখ পড়লেও এতদিন মনে করা হচ্ছিল ভারতের অন্যপ্রান্তে যাই হোক না কেন ২০২১ সালের বিধানসভা ভোটের মতো লোকসভাতেও পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করবে বিজেপি তথা রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে। কিন্তু, সেই বিষয়টি যে শুধুমাত্র অলীক কল্পনা হিসেবেই থেকে যাবে তার জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল কোচবিহারের ঘটনায়!


আরও পড়ুন: Lok Sabha Election 2024: টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন অপরূপা পোদ্দার ?


বেশ কয়েকদিন ধরে বিস্তারিত আলোচনার পরেও সেখানে কাটল না জোটের জট। আজ অর্থাৎ শনিবার প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন হলেও নিজের অবস্থানে অনঢ় থেকে তা প্রত্যাহার করলেন না কংগ্রেস প্রার্থী (congress candidate) পিয়া রায় চৌধুরী। সূত্রের খবর, কংগ্রেসের রাজ্য নেতৃত্ব কোচবিহার লোকসভা কেন্দ্র (Cochbehar loksabha consituency) থেকে মনোনয়ন (nomination) প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু, তারপরও পিয়া দেবী শেষদিনেও তা প্রত্যাহার করেননি।


আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'চারটি খালি আসনে কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টররা দাঁড়াক', কটাক্ষ অভিষেকের


ফলে কোচবিহারে মনোনয়নপত্র বাতিল হল না কংগ্রেস প্রার্থীর। কংগ্রেস নিজেদের প্রার্থীর মনোনয়ন বাতিল করতে চাইলেও কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আবেদন না করায় আবেদনপত্র বাতিল করল না কমিশন। কোচবিহার কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে বাম-কংগ্রেস চাপানউতোর চলছিল। বামেদের চাপে শেষ মুহূর্তে কংগ্রেস নিজেদের প্রার্থীর মনোনয়ন বাতিল করতে চাইলেও কমিশনের নিয়মে আটকে গেল কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহার। যার ফল রাজ্যজুড়ে কংগ্রেস ও বাম জোটের উপর পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন: Lok Sabha Election 2024:চা ও সবজি বেচে মালদায় অভিনব প্রচার বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরীর 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে