কলকাতা : জ্যোতিষশাস্ত্র অনুসারে (According to Astrology), ভাগ্যচক্রে শুভ যোগ ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। অশুভ যোগ ঝামেলা বাড়ায়। এমনই একটি যোগ হল বিষ যোগ যা অশুভ যোগ। যাঁদের জন্মকুণ্ডলীতে বিষ যোগ রয়েছে, তাঁদের সব ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়।
জ্যোতিষশাস্ত্রে শনি ও চন্দ্রকে বিশেষ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে ন্যায়ের দেবতা শনি আড়াই বছরে রাশি পরিবর্তন (Zodiac Changes) করেন, সেখানে চন্দ্রের রাশি পরিবর্তন করতে সময় লাগে আড়াই দিন। যখন রাশিতে শনি ও চন্দ্রের যোগসূত্র তৈরি হয়, তখন বিষ যোগ তৈরি হয়। শনি ও চন্দ্র যখন একে অপরের সাথে পাড়ি দেয় তখন এই অশুভ যোগের প্রভাব অনেক বেড়ে যায়। বিষ যোগের প্রভাবে ব্যক্তির জীবন নরকের মতো হয়ে ওঠে।
জন্ম তিথিতে বিষ যোগের প্রভাবে ব্যক্তির জীবনে অর্থনৈতিক, কর্মজীবন এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেমে আসে। জীবনে সবসময়ই চিন্তা ও উদ্বেগ থাকে। নিজেদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। দাম্পত্য সম্পর্ক ভেঙে যেতে পারে। পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। মানুষ পাপ কাজ বা অন্যায় কাজে জড়িয়ে পড়ে। সামগ্রিকভাবে, বিষ যোগের প্রভাবে ব্যক্তির উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে।
বিষ যোগ এড়ানোর উপায়-
- বিষ যোগ চললে সংশ্লিষ্ট ব্যক্তির শিবলিঙ্গের জলাভিষেক করা উচিত এবং মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত।
- সোম ও শনিবার সকালে মহাদেব ও শনির পুজো করতে হবে। পুজোর পাশাপাশি শিব চালিসা পাঠ করা যেতে পারে।
- একটি পিপল গাছের নীচে নারকেলকে তার মাথার চারপাশে ৭ বার ঘুরিয়ে ভাঙতে হবে। সেখানে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন।
- প্রতি শনিবার সকাল-সন্ধ্যা শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান।
আরও পড়ুন ; এই কয়েকটি জিনিস ভগবান শিবের প্রিয়, নিবেদন করলে পূরণ হয় প্রতিটি ইচ্ছা
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)