পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ফের তলব করল সিআইডি (CID)। সকাল ১১টায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাড়িতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি (CID)।


সূত্রের খবর, বিধায়ক-কন্যা দাবি করেন, তিনি বাবার সুপারিশ ছাড়াই চাকরি পান। যদিও সিআইডি-র দাবি, কল্যাণী (Kalyani) AIIMS কর্তৃপক্ষ জানায়, বিজেপি (BJP) বিধায়ক তাঁর মেয়ের চাকরির জন্য হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন। যে বেসরকারি এজেন্সি নিয়োগ করেছিল, তারাও জানায়, চাকরির সুপারিশপত্র এসেছিল কল্যাণী AIIMS থেকে। এরপরই গত ৫ অগাস্ট নীলাদ্রিশেখর দানাকে তলব করে সিআইডি। হাজিরা দেননি বিজেপি বিধায়ক (BJP MLA)। নিয়োগ দুর্নীতি মামলায় এরপর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। সেই আবেদন খারিজ করে হাইকোর্ট। 


গবেষণাপত্রের বিষয়বস্তু নকল: কিছুদিন আগে অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার অভিযোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) এডুকেশন বিভাগের (Education Department) ডিনের পদ থেকে সরানো হয় দেবপ্রসাদ শিকদারকে। রাজ্য সরকার নিয়োগ করেছে, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে সরাতে পারে না। সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন অপসারিত ডিন। 


দু’জনের দু’টি গবেষণাপত্র। একটি ১৯৯৫ সালের, আরেকটি ৯৯-এর। বিষয়বস্তু এক হলেও, একজন গবেষণা করেছেন বায়োলজি নিয়ে, আরেকজন ফিজিক্স নিয়ে। আর এই দুই গবেষণাপত্রকে ঘিরেই শোরগোল পড়ে গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। অন্যের গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার অভিযোগে সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ডিনকে।


গবেষণাপত্রের বিষয়বস্তু নকল ?


১৯৯৫ সালের এই গবেষণাপত্রটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগে জমা দিয়েছিলেন স্বদেশরঞ্জন সামন্ত নামে এক গবেষক। অভিযোগ, এই গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করেই ১৯৯৯ সালে গবেষণাপত্র জমা দেন দেবপ্রসাদ শিকদার নামে আর এক গবেষক। পরবর্তীকালে যিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও শুরু করেন। ২০২১-এর ১৯ ফেব্রুয়ারি এডুকেশন বিভাগের ডিন পদে নিযুক্ত হন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গবেষণাপত্রের বিষয়বস্তু নকল করার মতো চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। যে অভিযোগ খতিয়ে দেখার পর, তাঁকে ডিনের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিল। 


আরও পড়ুন: Malbazar flash flood: ৮০০ জন ভলান্টিয়ারের মধ্যে বিপর্যয়ের রাতে মাত্র ৮ ! সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের দাবিতে চাঞ্চল্য !