কলকাতা: ২ এপ্রিল, ২০২৪। ক্যালেন্ডার মতে, মঙ্গলবার (Daily Astro)। কেমন কাটবে ১২টি রাশির দিন? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর রাশির জাতক-জাতিকাদের এবার সঞ্চয়ের দিকে নজর দেওয়া দরকার। কী বলছে আপনার রাশিফল?


মেষ (Aries)- মোটের উপর দিনটি ভালই কাটার কথা। তবে কর্মক্ষেত্রে অকারণ জ্ঞান দেবেন না। কারণ সহকর্মীরা আপনার মন্তব্য নাও পছন্দ করতে পারেন। এমনকি এই জন্য আপনাকে কেউ মুখের উপর অপমানও করতে পারে। দেহে পিত্তের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকছে। তাই যতটা সম্ভব জলপানের চেষ্টা করুন। পেট সুস্থ রাখার দিকে নজর দিন। সুষম আহার জরুরি। যাঁরা ব্যবসা করেন, তাঁদের সামাজিক যোগাযোগের দিকটি খেয়াল রাখা জরুরি।


বৃষ (Taurus)- বড় শিল্পপতিদের এই মুহূর্তে বৃহত্তর লক্ষ্য না রাখাই ভাল।  যে কোনও ধরনের কাজের জন্যই মানসিক প্রস্তুতি থাকা দরকার। গ্রহের অবস্থানের জন্য বৃষ রাশির জাতক-জাতিকারা খানিক অলস হয়ে পড়তে পারেন। এদিন পরিবারের লোকজনেদের সঙ্গে মতাদর্শগত বিরোধের আশঙ্কা থাকছে। তাই নিজের মতামত গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা না করাই ভাল। 


মিথুন (Gemini)- পেশাদাররা ঊর্ধ্বতনের কথা মেনে কাজ শেষ করার চেষ্টা করুন। না হলে সকলের সামনে কথা শুনতে হতে পারে। রাস্তায় হাঁটাচলার ক্ষেত্রে একটু বেশি সতর্ক হওয়া জরুরি। না হলে পড়ে যেতে পারেন। লক্ষ্যে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম জরুরি। 


কর্কট (Cancer)- ব্যবসায়ীরা হয়তো তাঁদের কর্মচারীদের কাজ নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। তবে তাঁদের বুঝিয়ে বললে এই সমস্যা অনেকটাই কমবে। পড়ুয়াদের ক্ষেত্রে আরও বেশি করে লেখাপড়ায় মনোনিবেশ  করা জরুরি। ঢিলেমি দিয়ে লেখাপড়া পরে পড়ুয়াকেই সমস্যায় ফেলতে পারে।


সিংহ (Leo)- কিছু সমস্যা আসতে পারে।  যেমন পেশাদারদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ভাবনার ফলে কাজ থেকে মন সরে যাওয়ার আশঙ্কা থাকছে। ফলে আখেরে কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ঊর্ধ্বতনের কথাও শুনতে হতে পারে। বেড়াতে গেলে সতর্ক থাকুন। কাঠের ব্যবসায় যাঁরা জড়িত, তাঁদের ভাল মুনাফার সম্ভাবনা রয়েছে।


কন্যা(Virgo) -অংশীদারিত্বে ব্যবসা করলে তৃতীয় কোনও ব্যক্তির কারণে পার্টনারের সঙ্গে অশান্তি হতে পারে। সম্ভব হলে কোনও দুঃস্থ সাহায্য করুন। এতে বাড়িতে শান্তি বজায় থাকবে। 


তুলা (Libra)- স্ট্রেসে দিন কাটতে পারে। কোনও কারণে টিম লিডার হতে না পারলে টিমের বাকি সদস্যদের উপর রাগ নয়। মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সতর্ক হয়ে কাজ করা দরকার। পরিস্থিতিগত ভাবে সবটাই আপনার পক্ষে থাকবে। বাড়িতে কোনও কিছু, যেমন আসবাব ইত্যাদি বদলাতে চাইলে আপাতত নয়। কারণ সেক্ষেত্রে পিঠে ব্যথা ইত্যাদি হতে পারে।


বৃশ্চিক (Scorpio)- ব্যবসায়ীরা আইনি কোনও জটিলতায় পড়তে পারেন। তাই আগে থেকে প্রস্তুত থাকলে ভাল। অল্পবয়সি কেউ যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন, তা হলে এটিই সময়। ভাই-বোনেদেরও উন্নতির সুযোগ রয়েছে। তাই তাঁদের পাশে দাঁড়ান।  


ধনু (Sagittarius)- রিসার্চ সেন্টারে যাঁরা কাজ করেন, তাঁদের এই দিনে কিছু কিছু সমস্যা হতে পারে। স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে সব কম সম্ভব, বাড়ির বাইরে বেরোতে পারলে ভাল। একমাত্র জরুরি কাজেই বেরোন। না হলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা। 


মকর (Capricorn)- রেস্তরাঁর ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের খাবারের মান ও স্বাদের দিকে আরও বেশি নজর দেওয়া জরুরি। পড়ুয়ারা বিবিধ বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করুন।  মোটের উপর নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে পারলে ভাল। তা হলে অসাধু সংসর্গ থেকে দূরে থাকতে পারবেন।


কুম্ভ (Aquarius)- মার্কেটিং-জগতে কাজ করেন? তা হলে কাজের ব্যাপারে আরও সতর্ক হওয়া দরকার। পেট ঠিক রাখতে অতিরিক্ত খাওয়াদাওয়া এড়াতে পারলে ভাল। না হলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছে। কানের সমস্যা বাড়তে পারে। ইএনটি বিশেষজ্ঞকে দেখান।


মীন (Pisces)- তরুণ যাঁরা নতুন প্রেমের সম্পর্কে এসেছেন, কোনও কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না। বিবাহিত দম্পতির ক্ষেত্রে মীন রাশির জাতক-জাতিকার সঙ্গীর পদোন্নতির সম্ভাবনা থাকছে। বাড়িতে আনন্দের পরিবেশ থাকার কথা। 


 


(ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)