কলকাতা: সারা বিশ্ব জুড়েই বাড়ছে উষ্ণতা। আর তার জেরে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবীর জলবায়ু। এবার সেই জলবায়ু পরিবর্তনের শিকার হতে চলেছে বিভিন্ন প্রজাতির প্রাণীরা। সারা পৃথিবী জুড়ে ১৭ টি পর্বতে থাকা প্রাণীকূল এখন চরম বিপদে। আর এই বিপদের নেপথ্যে রয়েছে জলবায়ুর পরিবর্তন। যে কোনও দিন বিলুপ্ত হয়ে যেতে পারে এই ১৭টি পার্বত্য অঞ্চলে থাকা প্রাণীরা। সম্প্রতি নেচার পত্রিকায় এই নিয়ে প্রকাশিত হয়েছে একটি বিশদ গবেষণা। কেন এই অঞ্চলের প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে পারে, তাও বলা হয়েছে ওই গবেষণায়। গবেষকদের কথায়, দ্রুত জলবায়ুর পরিবর্তনের ফলে কিছু জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার শিকার হচ্ছে ওই অঞ্চলের তাবৎ প্রাণীকূল।


কোন কোন অঞ্চলের প্রাণীকূল বিপদে ?


যে যে স্থানগুলি নিয়ে গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ইরান পাকিস্তান অঞ্চলের পার্বত্য এলাকা, উত্তর পূর্ব এশিয়ার পার্বত্য অঞ্চল, ব্রাজিলীয় উচ্চভূমি, পশ্চিম আমেরিকা, মেক্সিকো ও ভূমধ্যসাগরীয় এলাকার চারপাশ জুড়ে থাকা বিশাল পর্বতশ্রেণি।


আবহাওয়া নিরীক্ষণ কেন্দ্রের ভাবনা


তাইওয়ানে আকাডেমিয়া সিনিকার নেতৃত্বে এই সম্পূর্ণ গবেষণাটি করা হয়। গবেষণায় অংশ নেন আন্তর্জাতিক স্তরের গবেষকরা। এই অঞ্চলের প্রাণীকূল ঠিক কতটা বিপদে রয়েছে, তা বোঝার জন্য় ইতিমধ্যে বিভিন্ন মনিটরিং স্টেশন অর্থাৎ নিরীক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা ভাবা হয়েছে। বিপদগ্রস্ত ওই ১৭টি পার্বত্য এলাকাতেই এই নিরীক্ষণ কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা। এই নিরীক্ষণ কেন্দ্রগুলি থাকলে সেখান থেকে প্রজাতিদের উপর নজর রাখা সহজ হবে। ঠিক কোন ধরনের সমস্যায় তারা পড়ছে, কীভাবে তাদের অস্তিত্ব বিপদে , সেই সব খোঁজ করতেই এই উদ্যোগ নেওয়ার দাবি করা হয়েছে।


জলবায়ুর বেগ অতি দ্রত হওয়ার ফল ?


জলবায়ু বদলের বেগ দ্রুত হওয়ার ফলে এই অঞ্চলের বাসিন্দা প্রাণীদেরও দ্রুত অ্যাডজাস্ট অর্থাৎ মানিয়ে নিতে হচ্ছে। এর ফলে কিছু ক্ষেত্রে তাদের স্থান বদলে যাচ্ছে। বসতির এলাকার তারতম্য ঘটছে। এই ঘটনাকেই বিপজ্জনক বলে মনে করছেন বিজ্ঞানীরা। একটা সময় প্রকৃতির খামখেয়ালিপনার সঙ্গে আর লড়াই করতে পারবে না বিভিন্ন প্রজাতির প্রাণীরা। ফলে একাধিক প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে আপাতত আবহাওয়া কেন্দ্র গড়ে তোলার দিকেই নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। এর ফলে ওই অঞ্চলগুলির আবহাওয়া বদল কীভাবে হচ্ছে তা বোঝা যাবে। সেই মতো পরবর্তী পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন তারা। 


আরও পড়ুন - Science News: ২৪ ঘন্টায় আর একদিন হবে না ? মানুষই নাকি পাল্টে দিচ্ছে সময়, কীভাবে ?