Zodiac Sign : আজ থেকে এই রাশির জাতকদের ভাগ্য খুলবে, সাফল্য বয়ে আনবে বুধ

Mercury Transit : বুধ গ্রহ মিথুন ত্যাগ করে আজ, ১৭ জুলাই সকাল ১২টা ১০ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করেছে

Continues below advertisement

কলকাতা : জ্যোতিষ শাস্ত্র অনুসারে (According to Astrology), বুধ (Mercury) গ্রহ মিথুন ত্যাগ করে আজ, ১৭ জুলাই সকাল ১২টা ১০ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করেছে। ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এই রাশিতেই থাকবে। এর পরে এটি সিংহ রাশিতে স্থানান্তরিত হবে। এদিকে কর্কট রাশিতে যাওয়ার কারণে এই ৩ রাশির উপর ইতিবাচক প্রভাব পড়বে। বুধ তাদের জীবনে সবুজ বয়ে আনবে। তারা প্রতিটি কাজে পাবে সাফল্য।

Continues below advertisement

কোন তিন রাশি পাবে সাফল্য ?

মিথুন রাশি : বুধ এই রাশির দ্বিতীয় ঘরে ঢুকছে। মিথুন রাশির শাসক গ্রহ বুধ। এ জন্য তাদের সকল কাজ খুব সহজে সম্পন্ন হতে থাকবে। এই সময়ে, তারা হঠাৎ আর্থিক সুবিধা পাবে। ব্যবসায় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় দীর্ঘ চুক্তি হতে পারে।

দীর্ঘদিন আটকে থাকা টাকা, ফেরত আসবে। ভাই-বোন পূর্ণ সহযোগিতা পাবে। তাদের মধ্যে বিবাদের অবসান হবে। বুধের গমনের সময়, এই সময়টি বক্তৃতা এবং বিপণনে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল প্রমাণিত হবে। যেমন- আইনজীবী, মার্কেটিং কর্মী এবং শিক্ষক।

আরও পড়ুন ; এই বৈশিষ্ট্যযুক্ত মেয়েরা স্বামী ও পরিবারের জন্য ভাগ্যবান বলে বিবেচিত হয়

কন্যা রাশি : এই রাশিতে ১১ তম স্থানে বুধ গ্রহের অবস্থান রয়েছে। জ্যোতিষ শাস্ত্রে, এই অবস্থানকে আয় ও লাভের স্থান হিসেবে ধরা হয়। এই রাশির জাতকদের জ্ঞান ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। আয়ের উৎস বাড়বে। এই রাশির অধিপতিও বুধ। এমন পরিস্থিতিতে তারা হঠাৎ অর্থের সুবিধা পেতে পারে। ব্যবসা এবং কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য।

তুলা রাশি : তুলা রাশির দশম ঘরে বুধের অবস্থান রয়েছে। এই অবস্থান ব্যবসা ও চাকরির। অতএব, এই সময়ে এই লোকেরা একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারে। ব্যবসায় কোনও চুক্তি হতে পারে। চাকরিজীবীরা উন্নতি করতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন।

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Continues below advertisement
Sponsored Links by Taboola