কলকাতা: কখনও নিজের স্বপ্নপূরণ, আবার কখনও নিজের দায়িত্ব এবং প্রয়োজনীয়তা পূরণের জন্য ঋণ নিয়েছেন অনেকেই। ঋণের বোঝা যে কখন বেড়ে চলে তা অনেক সময় টেরও পাওয়া যায় না। কিন্তু ঋণ নেওয়ার চেয়েও বেশি কঠিন হয়ে পড়ে তা শোধ করা।
জ্যোতিষ অনুযায়ী কোষ্ঠীতে এমন কিছু যোগ তৈরি হয়, যে কারণে ব্যক্তি ঋণ নিয়ে থাকে, আবার কিছু গ্রহগতির জন্য সেই ঋণ শোধ করাও কঠিন হয়ে পড়ে। কোন কোন গ্রহের কারণে ব্যক্তি ঋণ নেয় ও কী ভাবে এর বোঝা থেকে মুক্তি পেতে পারেন, সে বিষয় জ্যোতিষ শাস্ত্রে জানানো রয়েছে।
কোষ্ঠীতে এই যোগের কারণে ঋণ নিতে হয় ব্যক্তিকে
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান ও মঙ্গলকে ঋণের কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে মঙ্গল গ্রহ দুর্বল হলে বা মঙ্গল কোনও পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশে নীচ পরিস্থিতিতে অবস্থান করলে অর্থাৎ মঙ্গল কর্কট রাশিতে থাকলে ব্যক্তি অধিকাংশ সময় ঋণগ্রস্ত থাকে। আবার মঙ্গলের ওপর শুভ গ্রহের দৃষ্টি থাকলে তা শোধ করা কঠিন হয়ে পড়ে। শাস্ত্র মতে মঙ্গলবার ও বুধবার ঋণের লেনদেন করা উচিত নয়। এই দিনে ঋণ নিলে ব্যক্তি তা সহজে শোধ করতে পারে না। ঋণের বোঝা বেড়ে চললে ব্যক্তি কিছু জ্যোতিষ উপায় করে তা থেকে মুক্তি পেতে পারে।
ঋণমুক্তির জ্যোতিষ উপায়
প্রতিদিন গণেশের পুজো করুন ও তাঁকে দূর্বা নিবেদন করুন। পাশাপাশি বুধবার গণেশ অথর্বশীর্ষ পাঠ করবেন। এর পাশাপাশি প্রতিদিন শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করুন। উল্লেখ্য পুজোর সময় লাল এবং সাদা পোশাক ধারণ করুন। এই উপায় শিব ও গণেশের আশীর্বাদ পাওয়া যায়। যার ফলে ঋণের বোঝা ধীরে ধীরে কমাতে পারবেন।
পুজো করুন এই মন্দিরে
জ্যোতিষ অনুযায়ী উজ্জয়িনীতে ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরে শনিবার শিবের পুজো করুন। এখানে শনিবার যে পুজো করা হয় তাকে হলুদ পুজো বলা হয়। এই মন্দিরে পুজো করালে খুব শীঘ্র ঋণ মুক্তি সম্ভব।
মঙ্গলবার উপবাস করুন
জ্যোতিষ অনুযায়ী মঙ্গল ঋণের কারক গ্রহ। তাই ঋণ মুক্তির জন্য মঙ্গলবার উপবাস করুন ও মঙ্গলের মন্ত্র জপ করুন। পাশাপাশি এদিন লাল জিনিস দান করতে পারেন। এর ফলে কোষ্ঠীতে মঙ্গলের পরিস্থিতি মজবুত হবে ও বজরংবলীর আশীর্বাদ পাবেন। এই উপায় ঋণের জাল থেকে মুক্তি দেবে, পাশাপাশি চাকরি ও ব্যবসায় উন্নতির পথ উন্মুক্ত করবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে