সৌভিক মজুমদার, কলকাতা: পথে ত্রিপল টাঙিয়ে সরস্বতী বন্দনা। পথেই প্রসাদ বিলি। ধর্মতলায়, আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনা করলেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁদের আন্দোলন পড়েছে ৭৭৪ তম দিনে।
স্কুলে ব্য়স্ততা, প্রসাদ বিতরণ পড়ুয়াদের মাঝে কাটানোর কথা ছিল তাঁদের। সেই জায়গায় এই ভাবে বাণী-বন্দনা করতে হচ্ছে খোলা রাস্তায়, ত্রিপল পেতে। ধর্মতলায়, আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনার আয়োজন করেছেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। চাকরির দাবিতে, মাতঙ্গিনী মূর্তি নীচে আন্দোলন করছেন, আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ১৪ হাজার ৫২টি শূন্য়পদ পূরণ করতে হবে। ইতিমধ্য়েই ৩ টি কাউন্সেলিংয়ে পূরণ হয়েছে ১২ হাজার ৬৮ শূন্য়পদ। বাকি ১ হাজার ৮৯৮ শূন্য়পদেও অবিলম্বে কাউন্সেলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। সোমবার তাঁদের আন্দোলন পড়েছে ৭৭৪ তম দিনে।
এদিকে বাগদেবীর আরাধনায় এবার বেনজির ছবি দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়ার চাপড়ার একটি গ্রামেও সরস্বতী পুজো করতে হল পুলিশের উপস্থিতিতে। প্রতিমা ভাঙা নিয়ে তৈরি হল বিতর্ক। কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের চড়ুইটিবি গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার রাতে তাঁরা সরস্বতী প্রতিমা এনেছিলেন। সোমবার সকালে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাপড়া থানায়। পুলিশ গ্রামে এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। পুলিশের উদ্য়োগে কাছেই একটি মাঠে পুজোর ব্য়বস্থা করা হয়। পুলিশের উপস্থিতিতেই সেখানে পুজো করেন স্থানীয়রা। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে--- নদিয়ার চাপড়ায় একটি সরস্বতী প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। নতুন প্রতিমা এনে, শান্তিতে পুজো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত। পুলিশের তরফে এও জানানো হয়েছে--- যারা এনিয়ে গুজব ছড়ানোর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।
পাশাপাশি নদিয়ার হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়েছে পুলিশ পাহারায়। সকালে স্কুলে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলছিল, বাইরে মোতায়েন ছিল লাঠিধারী পুলিশ। নামানো হয় র্যাফ। স্কুলে যান হরিণঘাটার BDO মহর্ষিতা বিশ্বাস। সংখ্যালঘু প্রধান গ্রামে মা-বোনেদের ঘেরাটোপে নির্বিঘ্নেই শেষ হল পুজো। হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যিনি হুমকি দেন, তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। যদিও এর আগে অভিযুক্তর দলীয়-যোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতৃত্ব।
আরও পড়ুন: Murshidabad News: শিক্ষাঙ্গনে শাসক নেতার তাণ্ডব, পা ভাঙল প্রধান শিক্ষকের