বছরের শেষ মাস। ডিসেম্বর। সেই ডিসেম্বরেরও অনেকটা অতিক্রান্ত। বছরের শেষ লপ্তে এসে শুরু হয়ে যাচ্ছে গ্রহ নক্ষত্রের খেলা। এই মাসেই চার চারটি গ্রহ করবে স্থান বদল । আর তার ফলে কয়েকটি রাশির কপালে এক্কেবারে লটারি লেগে যাওয়ার মতো সুবর্ণ যোগ তৈরি হবে। এর ফলে প্রশস্ত হবে আয়ের পথ। তারপর পদোন্নতিও মিলে যেতে পারে। অপ্রত্যাশিত ভাবে টাকা আসতে পারে। তার ফলে রীতি মতো ভাগ্য খুলে যেতে পারে কয়েকটি রাশির। 


যেমন , ডিসেম্বরে শুক্র গ্রহ দুবার ট্রানজিট করবে। প্রথমে শুক্র মকর রাশিতে প্রবেশ করেছে ২ ডিসেম্বর। এর পরে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে এক্কেবারে বছরের শেষে। ২৮ ডিসেম্বর রাত ১১.৪৮ মিনিটে শুক্র যাবে কুম্ভে। আবার মঙ্গল গ্রহ  আগামী ৭ ডিসেম্বর বিকেল ৫ টা নাগাদ পিছিয়ে যাচ্ছে।  মঙ্গল গ্রহ  ৮০ দিনের জন্য বিপরীতমুখী গতিতে থাকবে । তারপর মঙ্গল গ্রহ  ২৪ ফেব্রুয়ারি ফের প্রত্যক্ষ গতিতে আসবে। 
আগামী ১৫  ডিসেম্বর  রাত ১০.১৯ মিনিটে সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। এদিন ধনু সংক্রান্তি পালিত হবে। এ দিন থেকেই শুরু হবে খরমাস। অন্যদিকে বুধ আবার ১৬ ডিসেম্বর, রাত আড়াইটা লাগাদ সরাসরি হবে।  বুধ সরাসরি গমনের জন্য কিছু রাশির ভাগ্য খুলে যাবে।


 বৃষ রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে প্রচুর সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বে সাফল্য পাবেন। তবে সামলাতে হবে মাথা ঠান্ডা করে। পদোন্নতির মতো কাজ করলে চোখে পড়বেন। আপনার কাজ প্রশংসা পাবে। 


মীন রাশির জাতকদের ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।  চাকরি ক্ষেত্রেও ভাগ্য ভালই থাকবে। পদোন্নতির যোগ আছে। এই মাসেই না হলেও, যোগ তৈরি হবে। খেটে কাজ করুন। আপনার পরিশ্রম চোখে পড়বে। 


বছরের শেষ মাসটি মকর রাশির জাতকদের জন্য ব্যবসায় লাভ বয়ে আনতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, মানসিকভাবে শান্তিতে থাকবেন। ভাল মানুষের সান্নিধ্য পাবেন। বিশ্বাস করতে পারেন, এমন মানুষের সঙ্গেই মেলামেশা করতে হবে।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।