কলকাতা : হিন্দু ধর্মে হলুদকে (Turmeric) অত্যন্ত পবিত্র (Holy) বলে মনে করা হয়। হলুদ ছাড়া সম্পূর্ণ হয় না পুজোপাঠ। আবার, আয়ুর্বেদে হলুদকে ওষুধ বলে মনে করা হয়। শুধু মশলা-ই নয়, জ্যোতিষ শাস্ত্রেও (Astrology) বিভিন্নভাবে হলুদের ব্যবহার হতে পারে।
ভগবান বিষ্ণুর অত্যন্ত পছন্দের জিনিস এই হলুদ। তাই বৃহস্পতিবার হলুদের কিছু টোটকা অত্যন্ত কাজে আসে। শুধু ভাগ্য পরিবর্তনের কাজেই নয়, হলুদের টোটকায় আর্থিক পরিস্থিতিও মজুবত হয়। কুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের অবস্থানকে শক্তিশালী করতে হলুদকে খুব কার্যকর বলে মনে করা হয়।
আসুন জেনে নিই হলুদ সম্পর্কিত এই কৌশলগুলি...
যদি দীর্ঘদিন ধরে কোথাও আপনার টাকা আটকে আছে , তাহলে হলুদ দিয়ে চাল রং করুন এবং একটি লাল কাপড়ে বেঁধে তা আপনার পার্সে রাখুন। তাতে আটকে থাকা টাকা দ্রুত ফিরে আসবে।
অনেক পরিশ্রমের পরেও যদি সাফল্য না পান, তবে বুধ বা বৃহস্পতিবার ভগবান গণেশকে হলুদের মালা অর্পণ করুন। এতে সব বাধা দূর হয়। একটি লাল কাপড়ে হলুদের পিণ্ড বেঁধে ভল্টে রাখুন এবং প্রতিদিন পুজো করুন। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন।
কোনও শুভকাজে বেরোলে, গণেশকে হলুদ টিকা পরিয়ে যান। তারপর ফের সেই হলুদ মাথায় তিলক পরে বেরিয়ে পড়ুন। এমনটা করলে ভাল ফল পাওয়া যায় এবং উন্নতি হয়।
যদি আপনার ওপর কারও খারাপ নজর পড়ে বা কোনও খারাপ স্বপ্নের জন্য বিরক্ত বোধ করছেন, তাহল হলুদের গিঁট বেঁধে মাথায় রেখে ঘুমান। এটি করলে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়।
প্রসঙ্গত, হলুদের (Turmeric) উপকারিতা সম্পর্কে অজানা নয় কারও। চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা নানা সময়ে স্বাস্থ্যের উপকারে হলুদ ব্যবহার করার পরামর্শ দেন। হাজার হাজার বছর সময় ধরে রান্না থেকে স্বাস্থ্যের নানা প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে হলুদ। এই হলুদ অন্যান্য কাজেও লাগে।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন ; বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম ? এই নিয়মগুলি না মানলে ক্ষতি হতে পারে মারাত্মক !