নয়াদিল্লি: অস্ট্রেলিয়াকে নাগপুরে ইনিংস ও ১৩২ রানে প্রথম টেস্টে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। নয়াদিল্লিতে কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে অস্ট্রেলিয়ান দলে ফিরতে পারেন ক্যামেরন গ্রিন। তবে তারকা বোলার মিচেল স্টার্কের (Mitchell Starc) দলে ফেরা নিয়ে এখনও সংশয় রয়েছে। অন্তত তারকা বোলারের কথায় তেমনই ইঙ্গিত মিলছে।
খেলা নিয়ে সন্দেহ
দ্বিতীয় টেস্টের আগে স্টার্ক জানান তিনি এখনও খানিকটা দুর্বলই বটে। ডিসেম্বরে আঙুলে চোটে পান স্টার্ক। তার জেরেই নাগপুরে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। স্টার্ক দলে ফিরলে যে অজি দলের শক্তি অনেকটাই বাড়বে, সেই নিয়ে সন্দেহ নেই। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য কিন্তু অজি সমর্থকদের চিন্তা বাড়াল। স্টার্ক বলেন, 'এখনও কিছু সমস্যা রয়েছে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকায় এখনও কিছুটা দুর্বলতা তো রয়েইছে। যতটা দ্রুত সেরে উঠব ভেবেছিলাম, ততটা দ্রুত বিষয়টা সারেনি। দেখা যাক কী হয়। দিনের শেষে মেডিক্যাল দল কী বলে, নির্বাচক, প্যাট (কামিন্স), রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) কী মনে হয়, তার উপরই সবটা নির্ভর করবে। মাঠে নামার জন্য আমার তরফে যা যা করা দরকার সবটা করব।'
প্রথম টেস্টে খেলতে পারবেন না জেনে স্টার্ক বাকি অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারতে আসেননি। দেশেই ছিলেন তিনি। সেখানেই তিনি সিডনিতে চারটি বোলিং সেশনে অংশ নেন। তবে বাকি অজি দল নয়াদিল্লিতে পৌঁছনোর আগেই তিনি সেখানে পৌঁছে যান। দিল্লিতে বুধবার অস্ট্রেলিয়া অনুশীলন করতে নামে, তার আগেই কিন্তু স্টার্ক একটি এক সেশন বোলিং করে নেন। স্টার্ক একাদশে ফিরলে প্রথম টেস্ট খেলা স্কট বোল্যান্ডকে মাঠের বাইরে বসতে হতে পারে। বাঁ-হাতি স্টার্ক একাদশে ফিরলে কিন্তু ক্রিজে তিনি অজি অফস্পিনার ন্যাথান লায়ন ও টড মার্ফির জন্য ফুটমার্কও তৈরি করবেন, যা তাঁদের বোলিংয়ে সহায়তাই করবে।
স্পিনারদের সুবিধা
সেই কারণেই সম্ভবত স্টার্ক বাকি দলের সঙ্গে যোগ দেওয়ায় লায়ন বেশ উচ্ছ্বসিত। 'ন্যাথ (লায়ন) আমায় দেখেই জড়িয়ে ধরে। আমাদের দলে খুব বেশি ডান হাতি (ব্যাটার) নেই। বাঁ-হাতি বোলার হিসাবে তাই ফুটমার্ক তৈরি করলে আমাদেরই বেশি সুবিধা। এছাড়া আমার ওজনও বাকিদের একটু বেশি, তাই ক্রিজে বেশ গভীর ফুটমার্ক তৈরি হয়। যদি দ্বিতীয় টেস্টে মাঠের নামার সুযোগ পাই, আশা করছি স্পিনারদের জন্য আমি সুবিধা করে দিতে পারব।'
আরও পড়ুন: আচমকা ডিগবাজি, টেস্টের ক্রমতালিকায় ভারতকে দুইয়ে নামিয়ে দিল আইসিসি