কলকাতা : এ বছর মহাশিবরাত্রি পড়েছে ২৬ ফেব্রুয়ারি। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। পৌরাণিক বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান শিব ও মা পার্বতীর বিয়ে হয়েছিল। এবার মহাশিবরাত্রিতে অনেক বিরল ও শুভ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যা এটিকে আরও বিশেষ করে তুলবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এর প্রভাব কয়েকটি রাশির উপর অত্যন্ত শুভ হবে, যা তাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির নতুন দরজা খুলে দিতে পারে। 


এবার মহাশিবরাত্রিতে অনেক বিরল যোগ তৈরি হচ্ছে। মহাশিবরাত্রির দিনে সূর্য, চন্দ্র ও শনির বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই যোগ সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক। মহাশিবরাত্রির দিনে শিব যোগ এবং সিদ্ধ যোগের সংমিশ্রণ ঘটছে। এই যোগে পুজো-অর্চনা করলে মনোস্কামনা দ্রুত পূরণ হয়। এর পাশাপাশি মহাশিবরাত্রির দিন অমৃত সিদ্ধি যোগও তৈরি হতে চলেছে। 


মেষ রাশি- মেষ রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি নিয়ে আসছে সুখের উপহার। শুধু পদোন্নতিই পাবেন না, বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা যে কাজ করার পরিকল্পনা করছেন তাতে সাফল্য পাবেন। ব্যবসার জন্য যে পরিকল্পনা করা হচ্ছে তাও সুচারুভাবে বাস্তবায়িত হবে। নতুন সুযোগ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন।


মিথুন রাশি- মহাশিবরাত্রির উৎসব মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনবে। মিথুন রাশির জাতক জাতিকারা একটি নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন। তাঁরা ভাল চুক্তি পেতে পারেন। ব্যবসায় আপনার পরিকল্পনা, আপনাকে দীর্ঘ সময় ভালো পরিণাম দেবে। আর্থিকভাবে লাভবান হবেন।


সিংহ রাশি- মহাশিবরাত্রিতে আপনার উপর ভোলেনাথের কৃপা বর্ষণ হবে। এই সময়ে ঘটে যাওয়া বিরল কাকতালীয় ঘটনাগুলি আপনার অগ্রগতির পথকে সহজ করার চেষ্টা করবে। এই সময়ের মধ্যে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি গাড়ি, সম্পত্তি কিনতে পারেন। এই সময়ে অর্থের প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে যে অশান্তি চলছিল তাও কেটে যাবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।